কুবিকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে উপাচার্যের মতবিনিময় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯ কুবি প্রতিনিধি: মাদক ও দুর্নীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আজ বুধবার (২৪ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল হল প্রভোস্ট, হাউজটিউটর ও প্রক্টরিয়াল বডির সাথে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপাচার্যের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ। সভার শুরুতে উপাচার্য হলের প্রভোস্ট ও হাউজটিউটরদের নিকট হলের সার্বিক পরিস্থিতি জানতে চান। প্রভোস্ট ও হাউজটিউটরগণ উপাচার্যের নিকট হলসমূহের বিভিন্ন সমস্যাসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। উপাচার্য সভায় উপস্থিত হল প্রভোস্ট ও হাউজটিউটরগণকে সমস্যাসমূহ সমাধানে দিক নির্দেশনা প্রদান করেন। সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। রোস্টার অনুযায়ী হল প্রভোস্ট ও হাউজটিউটরগণ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের মনিটরিং ও উৎসাহ দিবেন। সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থারত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র থাকতে হবে। ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। ক্যাম্পাসে মাদক ও ইভটিজিং রোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: