চবিতে ববিছাসে’র বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮ আরিফ হোসেন সবুজ, চবি প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ‘বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। রোববার ‘বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও মহান আল্লাহ এর নিকট দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বরিশালের ছাত্র-ছাত্রীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনটির সভাপতি সৈয়দ আমীন হোসেন বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এ বিজয়। স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেই সব শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ আজকের বাংলাদেশ। সেই সাথে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। সংগঠনটির সাধারণ সম্পাদক বদরুল আমিন সবুজ বলেন, বিজয়ের এই দিনে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান বলেন, সাম্প্রদায়িকতা মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবো আমরা। যেখানে থাকবে না কোনো বঞ্চনা, শোষণ, বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা,সাম্প্রদায়িকতা। থাকবে শুধু সুখ-শান্তি সমৃদ্ধি আর ভালবাসা। আজকের বিজয়ের এই দিনে সেটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। /এসএস Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: বিজয় দিবস