বিআরবি সেরাদের সেরা সিজন-৩ এর উদ্বোধন নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩ দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে ২০২৪ (সিজন ৩) এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষ্যে ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিজন-৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান ও বিআরবি নিবেদিত সেরাদের সেরা এর পরিচালক জনাব এইচ এম বরকতুল্লাহর সভাপতিত্বে বিআরবি সেরাদের সেরা সিজন ৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক চাই এর আহবায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন, সাবেক সচিব – মুসা সাদিক, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মনিরুজ্জামান, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আর জে টুটুল। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, এটিএন বাংলার হেড অব প্রোগ্রাম এন্ড ট্রান্সমিশন জনাব তাশিক আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিস ডিভিশন ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, বিআরবি সেরাদের সেরা’রত বিচারক ও জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী আমিরুল মোমেনিন মানিক, এটিএন বাংলার ইসলামীক ডিপার্টমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট জনাব শাহ ওয়ালীউল্লাহ এবং এটিএন বাংলার ক্বারী ও উপস্থাপক ক্বারী ফিরোজ, তরুণ গীতিকার হোসাইন নুর প্রমুখ অনুষ্ঠানে ইসলামি গান পরিবেশন করেন, তানজিম বিন তাজ প্রত্যয় – সিজন ১ চ্যাম্পিয়ন, সিফাত রিজওয়ান নাফি – রানারআপ সিজন ১ ও শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হিফজুল কোরআন সেগমেন্ট সিজন ১ এর চ্যাম্পিয়ন হাফেয হামিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিল্পী, লেখক, হাফেজে কোরআন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। বিআরবি নিবেদিত সেরাদের সেরা’র পরিচালক জনাব এইচ এম বরকতুল্লাহর সমাপনী কথার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য, বিআরবি নিবেদিত সেরাদের সেরা সিজন-৩ এর অডিশন কার্যক্রম বাংলাদেশের সকল বিভাগীয় শহর সহ দেশের ২০ টি অঞ্চলে খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। যেখানে হিফজুল কোরআন, হামদ/নাত/ইসলামী গান, ইসলামিক জ্ঞান ও কুইজ তিনটি সেগমেন্টে প্রতিযোগীরা রেজিষ্ট্রেশন করতে পারবে। Comments SHARES মিডিয়া বিষয়: ইসলামিক রিয়েলিটি শোবিআরবি নিবেদিত সেরাদের সেরা