অনির্দিষ্টকালের জন্য বন্ধ ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

একুশ ডেস্ক: ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ( ২৭ মার্চ) গভীর রা‌তে বিশ্ববিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রার স্বাক্ষ‌রিত এক নো‌টি‌শে বিষয়‌টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যাল‌য়ের সব হলের আবা‌সিক ছাত্র-ছাত্রী‌দের হল ত্যা‌গের নি‌র্দেশ দেওয়া হয়েছে।

নো‌টি‌শে বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অন‌ভি‌প্রেত ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী‌দের নিরাপত্তার ও বিশ্ববিদ্যাল‌য়ের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সার্বিক প‌রি‌স্থি‌তি সমুন্নত রাখার স্বা‌র্থে উপাচা‌র্যের ক্ষমতা ব‌লে ২৮ মার্চ থে‌কে ব‌রিশাল বিশ্বাবদ্যাল‌য়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একা‌ডে‌মিক কার্যক্রম অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌লো। আবা‌সিক ছাত্র-ছাত্রী‌দের ২৮ মার্চ বৃহস্প‌তিবার বিকাল ৫টার ম‌ধ্যে হল ত্যা‌গের নি‌র্দেশ দেওয়া হয়েছে।

ত‌বে নো‌টিশ‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়লে বৃহস্প‌তিবার জোরদার আন্দোল‌নের ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের বিভিন্ন গ্রুপ থে‌কে।

এফএফ

Comments