দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আল মামুন বিএনপি থেকে বহিস্কার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯ সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চৌহালীতে মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুনকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি। বুধবার (২৭ জানুয়ারী) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাক্ষরিত বহিস্কার পত্রে এ আদেশ দেন। রুহুল কবির রিজভী স্বাাক্ষরিত দল থেকে বহিস্কার প্রসঙ্গে পত্রে উল্লেখ্য করা হয়েছে, মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক সদস্য চৌহালী উপজেলা বিএনপি, সিরাজগঞ্জ। দল থেকে বহিস্কার প্রসঙ্গে উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হল। বহিস্কারের অনুলিপি সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সভাপতি/সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপি। সভাপতি/সাধারণ সম্পাদক, চৌহালী উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঠানো হয়েছে। এর আগে (২৭ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্বিতা করার জন্য বহিস্কারের সুপারিশপত্র কেন্দ্রীয় বিএনপি’র কাছে পাঠান। বহিস্কারের সুপারিশপত্রে দুজনের নাম উল্লেখ্য করেন, মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক সদস্য, চৌহালী উপজেলা বিএনপি ও মাহফুজা খাতুন, নির্বাহী সদস্য, চৌহালী উপজেলা বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত বহিস্কার সুপারিশপত্রে উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ ২০ দলীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু নব্য স্বৈরাচার সরকার রাষ্ট্র ব্যবহার করে রাতে ভোটে জনগণের ভোটাধিকার মহাডাকাতি করেছে। সেই কারণে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অংশগ্রহণ না করে আন্দোলন অব্যাহত রাখবে। কিন্তু বিএনপির সিদ্ধান্ত অপেক্ষা করে মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক সদস্য, চৌহালী উপজেলা বিএনপি ও মাহফুজা খাতুন, নির্বাহী সদস্য, চৌহালী উপজেলা বিএনপি, সিরাজগঞ্জ। চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করার জন্য বিএনপির গঠনতন্ত্রের ৮ এর গ ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ কর্মসূচি বিরোধী কর্মকান্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে ১৭ ফেব্রুয়ারী তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং তাদের কে মৌখিক ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা দুজন কারণ দর্শানোর নোটিশের উত্তর না দিয়ে এবং মৌখিক অনুরোধ অপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাই বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ কর্মসূচি বিরোধী কর্মকান্ডের জন্য তাদের দুজনকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সুপারিশপত্র প্রেরণ করা হল। উল্লেখ্য, এর আগে ১৪ ফেব্রুয়ারী জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত শৃংঙ্খলা পরিপন্থি এবং নীতি ও আদর্শ বিরোধী কর্মকান্ডের কারণে মো. নজরুল ইসলাম সহ-সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএনপি। কে.এম হাবিবুল হক সাব্বির, সাধারন সম্পাদক, শাহজাদপুর পৌর বিএনপি। মো. মিজানুর রহমান যুগ্ম আহবায়ক, বেলকুচি উপজেলা বিএনপি। খন্দকার সেলিম জাহাঙ্গীর, সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি। মো. লিয়াকত আলী, সভাপতি এনায়েতপুর থানা বিএনপি। কে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর সুপারিশপত্র প্রেরণ করেন। /আইকে Comments SHARES সংগঠন বিষয়: