বঙ্গবন্ধু হত্যা ও গ্রেনেড হামলায় দন্ডপ্রাপ্তদের বিচারের দাবিতে ইবি ছাত্রলীগের মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

ইবি প্রতিনিধি: ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকান্ডের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার দন্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

২১ শে অগাস্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ।

শোকাবহ আগস্টে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে হত্যাকান্ড ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের গভীরভাবে স্মরণ করে ইবি ছাত্রলীগ সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন, “১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙ্গালি জাতির জন্য একটি কালো অধ্যায় এবং জাতি হিসেবে আমরা অনেক অকৃতজ্ঞ জাতি। আমরা পারিনি আমাদের পিতা বঙ্গবন্ধুকে ধরে রাখতে। আমরা পারিনি এখনো আমাদের জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে। এখনো এ বাংলায় লুকিয়ে আছে বঙ্গবন্ধুর খুনিরা।

আমরা বঙ্গবন্ধুর খুনের অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাই এবং ২০০৪ সালে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা ১৯৭৫ সালে ১৫ আগস্টে ষড়যন্ত্রকারী মেজর জিয়ার কুপুত্র তারেক রহমানসহ জড়িত সকল অপরাধীদের এ দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।”

তিনি আরো বলেন, এমন নেক্কারজনক ঘটনার সত্যি বাঙালির জন্য দুর্ভাগ্যের। এমন ঘটনা যাতে আর পুরাবৃত্ত না ঘটে তার জন্য এর মূলহোতাদের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে আজকের এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগে সকল পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ।

Comments