বেরোবিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

আশরাফুল আবির, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ ২০১৯) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান-এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্র্পণ করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বেরোবি শাখা ছাত্রলীগ, শিক্ষার্থীদের বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে ঐতিহাসিক ৭ মার্চ-এর তাৎপর্য এবং বঙ্গবন্ধুর জীবন আদর্শকে ঘিরে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে প্রতিষ্ঠিত ছাত্রদের হলটিতে আলাদা ভাবে প্রভোস্টবডি এবং আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় হল প্রশাসন।

ঐতিহাসিক ৭ মার্চ পালনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন, সাইবার সেন্টারের পরিচালক শামসুজ্জামানসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

/আরএ

Comments