বাংলাদেশ-ভারতের সহাবস্থান নিশ্চিত করতে হবে: আবু হেনা রাজ্জাকী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯ একুশ নিউজ: বাংলাদেশ ভারতের অমিমাংসিত বিষয়গুলো সমাধানের মাধ্যমে দুই দেশের মধুর সম্পর্ক অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আবু হেনা রাজ্জাকী। বুধবার বিকালে রাজধানীর লেকশোর হোটেলে বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক: বিরাজমান সমস্যা ও তার সমাধান সুত্র’ সেমিনারে এ আহ্বান জানান তিনি। : সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আবু হেনা রাজ্জাকী। প্রবন্ধে তিনি বলেন, “বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশ একে অপরের নিকট অপরিহারর্য। বন্ধু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশি বদলানো যায় না। তাই দুই দেশের শান্তি পূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।” “ভারত বাংলাদেশের অমিমাংসিত বিষয়গুলো সুরাহা শুধুমাত্র ভারতের সদিচ্ছার অভাবে আজও বিরাজমান। সুতরাং অমিমাংসিত বিষয়গুলো সমাধানের মাধ্যমে দুই দেশের মধুর সম্পর্ক অটুট রাখতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের অমিমাংসিত বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত বর্তমান সরকারের সকল অর্জন ও উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে।” আবু হেনা রাজ্জাকী বলেন, “ভারত বাংলাদেশের মধুর সম্পর্ক যেন তিক্ততায় পর্যবসিত না হয়। তাহলে আমরা দুই দেশই ক্ষতিগ্রস্থ হবো। তাই উদারতার এবং মানবতার হাতকে সম্প্রসারিত করে ভারত বাংলাদেশের অমিমাংসিত বিষয়গুলো সমাধান করে শান্তি পূর্ণ সহাবস্থান নিশ্চিত করুন।” “উন্নত জীবনযাত্রার বিবেচনায় বাংলাদেশ, ভারত, নেপাল ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং প্রয়োজনে মায়ানমারকে নিয়ে ইউরোপিয়ন ইউনিয়নের মত কিছু ভাবতে হবে।” প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান শেলী বলেন, “বাংলাদেশ ভারতে সম্পর্ক দীর্ঘ দিনের। দুই দেশের এই সম্পর্ক সবসময়ই ভালো আছে, এবং আমরা আশা করি কোনভাবেই তিক্ততা সৃষ্টি হবে না। তবে ভারত বাংলাদেশের বিদ্যমান অমিমাংসিত কিছু বিষয় রয়েছে যা সমাধানই এখন বড় চ্যালেঞ্জ।রযত দ্রুত অমিমাংসিত বিষয়গুলো সমাধান হবে দেশ তত উন্নত হবে।” বাংলাদেশের সলিমুল্লা খান, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ভারতের জয়িতা ভট্রাচারর্য, অরবিন্ধ মুখার্জী, সর্বজিত চক্রবর্তী সেমিনারে বক্তব্য রাখেন। /আইকে Comments SHARES Uncategorized বিষয়: