নিষ্পাপ সন্তানদের জন্য বাঁচতে চায় আছমা

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

মিরসরাই প্রতিনিধি: স্বামী সন্তানকে নিয়ে আহামরি চাহিদা ছাড়াই চলছিলো বিবি আছমার (৩০) সুখের সংসার। যদিও স্বামী দিনমজুরের স্বল্প আয়ে ভালোই ছিলেন তারা। কিন্তু সুখটা তাদের বেশিদিন সইলো না। কিছুদিন আগে হঠাৎ করে আছমার শরীরের বাম অংশ অবশ (প্যারালাইজড) হয়ে যায়।

বাম হাত থেকে শুরু করে বাম নড়াচড়া করতে পারছেন না। মায়ের বুকের দুধ পান করতে পারছেনা দেড় বছরের শিশু সন্তান মেহেদি হাসান ফাহিম। তার ৯ বছরের কন্যা সন্তান শারমিন আক্তার আখিঁ পড়ে দ্বিতীয় শ্রেণীতে। আছমা তাঁর অবুঝ বাচ্চাদের জন্য বাঁচতে চায়, স্বাভাবিকভাবে চলাফেরা করতে চায়।

বিবি আছমা মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক এলাকার জালালের বাড়ীর মফিজুর রহমানের স্ত্রী। বারইয়ারহাট মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু বকর বলেন, আছমার ব্রেন স্ট্রোক হয়েছে যার প্রভাবে তার বাম হাত ও বাম পা অবশ (প্যারালাইজড) হয়ে যায়।

হতদরিদ্র স্বামী মফিজুর রহমানের পক্ষে স্ত্রীর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে স্ত্রী আছমার চিকিৎসা করাতে সহযোগীতা চেয়েছেন স্বামী।

এই বিকাশ নম্বরে সাহায্যে পাঠাতে পারেন ০১৮১১৬৫০৯২৩ (পার্সেনাল) নোমান আছমার আত্মীয়।

/আরএ

Comments