শাহনূর শাহীন’র কথায় রায়হান ফারুক’র দেশের গান ‘আমার সোনার বাংলা’ (ভিডিও)

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

একুশ ডেস্ক: বিজযয়ের মাসে ইউটিউবে রিলিজ হয়েছে জাতীয় সংগীতের প্রথম লাইন নিয়ে কবি ও গীতিকার শাহনূর শাহীন’র লেখা দেশাত্ববোধক সংগীত ‘আমার সোনার বাংলা’।

গানটিতে কন্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’র শিল্পী রায়হান ফারুক। কন্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন শিল্পী নিজেই।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয়ের মাসে ১৮  ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কুরসি মিডিয়া (kursi media) ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হয়।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি/ রক্ত দিয়ে আঁকা মাগো তোমার মুখের হাসি/ ও আমার মা…. ও আমার জন্মভুমি মা…./ ও আমার মা…. আমার মাতৃভুমি মা…./ নেই নেই তোমার উপমা…./ এভাবেই জাতীয় সংগীতের প্রথম লাইন নিয়ে গানটি সাজানো হয়েছে।

চমৎকার কথামালার এ গানটিতে স্বাধীনতার স্মৃতি জড়িয়ে দৃষ্টিনন্দন ভিডিও করা হয়েছে। দৃশ্যায়ন করা হয়েছে রায়ের বাজার বদ্ধভুমির ‘শহীদ বদ্ধভুমি স্মৃতিসৌধে’।

বিজয় দিবসে দেশ প্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াসে গানটির কথা ও ভিডিওতে মহান মুক্তিযুদ্ধ ও অপরুপ বাংলার মাতৃত্বের কথা তুলে ধরা হয়েছে।

গানটি শুনতে ক্লিক করুন….

Comments