রুহিয়ায় পরিচ্ছন্ন রাজনীতির এক উজ্জল নক্ষত্র, আহ্বায়ক এম এ আজাদ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের আওয়ামী যুবলীগের উজ্জল নক্ষত্র আহব্বায়ক এম এ আজাদ।সুস্হ ধারা রাজনীতিতে বিরল প্রতিভা রয়েছে।দলের জন্য তিনি নিবেদিত প্রান।রাজাগাঁও ইউনিয়ন যুবলীগকে সুসংগঠিত করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

জেলা ও সদর উপজেলা নেতৃবিন্দকে নিয়ে মাসিক ও সাপ্তাহিক মিটিং সহ সভা সেমিনার করে যাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক নিয়ে সার্বক্ষিন আলোচনা করে যাচ্ছেন। দলে কোন ছেলে বিপদে পরলে যেমন সবার আগে এগিয়ে আসেন, ঠিক তেমন ইউনিয়নের কোন মানুষ বিপদে.পড়লে সবার আগে এগিয়ে যাওয়া তার নিত্যদিনের কাজ।

অত্র ইউনিয়ন থেকে মাদক, বহুবিবাহ,নারীশিশু নির্যাতণ, শিশুশ্রম বন্ধে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন। তার এমন কাজকর্মে দলের নেতা কর্মী যেমন খুশি,তেমন এলাকাবাসির কাছে সবার প্রিয় তিনি।

সামাজিক উন্নয়ন মুলক কাজে সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখেন। দলের সভা সেমিনা,আলোচনা সভা সবার আগের উপস্থিতি। ইউনিয়ন যুবলীগের উজ্জল নক্ষত্র ছেলেটি নিজেকে যেমন বিলিয়ে দিয়েছেন।

সবার প্রিয় ছেলেটি বাড়ি ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজারামপুর গ্রামের, মরহুম মো:আব্দুল জব্বার মোল্লার,পঞ্চম সন্তানের মধ্যে তৃতীয় সন্তান এম এ আজাদ তিনি আওয়ামী যুবলীগের ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের আহবায়ক।

এম এ আজাদ সাথে প্রতিবেদকের একান্ত সাক্ষাতে বলেন,

আমি বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী তার নীতিকে বিশ্বাস করে বুকে ধারন করে ছোট বেলা থেকে রাজনীতির সাথে জড়িত। কোন অন্যায়কে আমি প্রশয় দেই না।স ত্য ন্যায়ের সাথে চলার চেষ্টা করি। আমি ছোটবেলা থেকে মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। যতটুকু পারি গরিব অসহায় মানুষদের সহযোগীতা করার চেষ্টা করি।নিজের কর্মের কিছু ও বাবার ভাগের অংশের আবাদি ফসল থেকে অনেকটাই তাদের জন্য উৎসর্গ করি । এই ইউনিয়নের মানুষের দুঃখ আমার দুঃখ, তাদের হাসি আমার হাসি বলে আমি মনে করি। যতদিন আল্লাহ আমাকে বেচেঁ রাখবে ততদিন আমি আমার সাধ্যমত মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। আমি অত্র ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পার্শ্বে থেকে সেবা করতে চাই। তাই আমি আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

বিআইজে/

Comments