শাকিল এবং গান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৯ শাকিল আহমেদ।গান পাগল যুবক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার মহিষামুড়া গ্রামের সন্তান।গ্রামেই বেড়ে ওঠা।ছোট বেলা থেকেই গানের প্রতি ছিল তার অন্যরকম আগ্রহ।হাটাচলা, খেলা,পড়ার ফাঁকেফাঁকে, ভাল লাগাতে, মন্দ লাগাতে তার মুখে সব সময় গান লেগেই থাকত।গানই স্বপ্ন,সেই লালিত স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে প্রতিনিয়ত সাধনায় এগিয়ে যাওয়া।গ্রামের স্কুল কলেজের ফাংশনে গান গেয়ে এলাকাবাসীর মন জয় করে। তার গানের প্রতিভা দেখে সকলেই মুগ্ধ।এমন প্রতিভা দেখে তার পরিবার এর সদস্যরা (মা,বাবা,ছোট বোন) আরো উৎসাহিত করে।পরিবারের সমর্থন পেয়ে তার গানের শেখার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়।অতঃপর২০১১ সালে সিরাজগঞ্জ শহরে এসে উদীচী জেলা সংসদ, সিরাজগঞ্জ জেলা শাখায় সংগীত বিভাগে ভর্তি হন।সেখানে প্রাথমিক সংগীত শিক্ষায় ওস্তাদ সুজিত সরকারের কাছে শিখতে থাকেন।বেশকিছুদিন পর সেখান থেকে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতে ভর্তি হন।সেখানে ওস্তাদ আজাদ রহমানের কাছে আজ অবধি তালিম নিচ্ছেন।গান শেখার পাশাপাশি সিরাজগঞ্জের বিভিন্ন ফাংশনে গান গেয়ে বেশ সুনাম কুড়ান তিনি। ধীরে ধীরে দর্শকদের মনে স্থান করে নেন। দর্শকদের ভালবাসা পেয়ে আরো বেশি অনুপ্রাণিত হন তিনি।তারপর জেলা পর্যায়ে,বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। ২০১৫ সালে বাংলাদেশ ন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে ৭ম স্থান অর্জন করেন। একই বছরে বাংলাদেশের লিজেন্ড লোকসংগীত সম্রাট আব্দুল আলীম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় সাফল্যলাভ করেন। ২০১৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী লালনগীতি প্রতিযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ এর পক্ষে এ প্লাস ধারী শিল্পী হিসাবে নিবন্ধিত হন।২০১৮ সালে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ আয়োজিত “ধরিত্রী বাংলাদেশ” অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র পরিষদ সম্মেলন সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষে উত্তরবঙ্গের ১৬ জেলায় লালনগীতি প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করেন। এরপর আর থামাথামি নেই।সহধর্মিণী টুম্পা আহমেদের অনুপ্রেরণায় চলছে এগিয়ে চলা।এরপর প্রথম মৌলিক গান করা “মন পবনের নাও” লেখা, সুর, কন্ঠ সবই তার। কম্পোজ করেছেন অনিম খান।। গানটি সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশ হয়।এরপর পরপর ৪টি গান বাজারে আসে। “ঠিকানা” কথা টুম্পা আহমেদ,সুর শাকিল।গানটি শাকিল এর সাথে সহ শিল্পী ছিলেন নুসরাত মিম।লেবেল টি আর সিরিজ মিউজিক। “চতুর পাখি” কথা মাহবুবে খোদা টুটুল, সুর শাকিল।লেবেল জি সিরিজ। “পাগল” কথা মাহবুবে খোদা টুটুল, সুর শাকিল। গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।সেই ধারাবাহিকতায় এবারের ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে আসছে আরো ৪টি মৌলিক গান।গানগুলো হল- “প্রাণপাখি ” লিখেছেন ও সুর করেছেন ফকির হযরত শাহ।সংগীত করেছেন শামীম আশিক। “প্রেমের সাগর” কথা ও সুর মাহবুবে খোদা টুটুল। মিউজিক অনিম খান। “মায়াকান্দন ” কথা ও সুর প্লাবণ কোরেশি। সংগীত রিয়েল আশিক। “বউ” কথা,সুর ও কন্ঠ শাকিল।সংগীতায়োজন শামীম আশিক।প্রতিটি গানই মিউজিক ভিডিও আকারে দেশের প্রথম সারির মিউজিক কোম্পানীর ব্যানারে প্রকাশ পাবে। গানগুলোর বিষয়ে জানতে চাইলে শিল্পী বলেন “এবারের প্রত্যেকটা গান ভিন্ন ভিন্ন ধাচের।আশাকরি শ্রোতামহলে সাদরে স্থান পাব।ভাল কিছু দিতে পারব শ্রোতাদের”।গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?জানতে চাইলে তিনি বলেন গান ছাড়া অন্যকিছুই করার তার ইচ্ছা নেই। গান এখন তার নেশা,ভবিষ্যৎ এ গানকেই পেশায় রুপ দিতে চান তিনি।আরো ভাল ভাল গান উপহার দিয়ে দর্শকশ্রোতাদের অন্তরের অন্তঃস্থলে আসন করে নিতে চান। শিল্পী সকলের দোয়া ও ভালবাসা কামনা করেছেন। Comments SHARES Uncategorized বিষয়: