রাহমানিয়া ফুযালা পরিষদ গঠন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮ একুশ ডেস্ক: শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও ফুযালা সম্মেলন গতকাল ১৭ নভেম্বর মোহাম্মদপুরস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা বাহাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐহিত্যবাহী ভারতের দারুল উলূম দেওবন্দের শাইখে সানী মাওলানা কমর উদ্দিন দা.বা.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. জাহাঙ্গির কবির নানক। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা হিফজুর রহমান, মাওলানা লিয়াকত আলী, মুফতি দেলোয়ার হুসাইন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আবদুল বাসেদ খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা মামুনুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা তলহা, মাওলানা জালালুদ্দিন আহমদ প্রমুখ। সম্মেলনে কয়েক হাজার ফারেগীন সারাদেশ থেকে উপস্থিত হন। সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হয়ে তা ধারাবাহিকভাবে চলে মাগরিব পর্যন্ত। বিষয়ভিত্তিক বয়ান, অতিথিদের বক্তব্য, ফুযালাদের অনুভূতির মাধ্যমে পুরো অনুষ্ঠান সাজানো হয়। সম্মেলন উপলক্ষ্যে একটি স্মারক প্রকাশ করা হয়। মাওলানা শফিকুর রহমান, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মামুনুল হক, মুফতি দেলোয়ার হুসাইন বিষয়ভিত্তিক আলোচনা করেন। বাদ আসর মাওলানা মাহফুজুল হক ফুযালাদের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্য প্রদান করেন। এসময় তিনি ফুযালাদের থেকে সমাজ ও ইসলামের জন্য আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন। সকল ফুযালাকে এক সুতোয় গেঁথে রাখার লক্ষে তিনি ‘রাহমানিয়া ফুযালা পরিষদ’ গঠন করার প্রস্তাব করলে সকল ফুযালা একমত পোষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি একটি কমিটির প্রস্তাব করেন। সবাই প্রস্তাবিত কমিটিকে সমর্থন দেন। কমিটির সদস্যরা হলেন- মাওলানা মামুনুল হক -সভাপতি মাওলানা ওয়াজেদ আলী -সহসভাপতি মাওলানা জালালুদ্দিন আহমদ -সহসভাপতি মুফতি আবদুল মুমিন -সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ জাহাঙ্গির -সহসাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম -অর্থ সম্পাদক বিআইজে/ Comments SHARES Uncategorized বিষয়: রাহমানিয়া ফুযালা পরিষদ গঠন