মেজর মান্না‌নের শা‌স্তি দা‌বি‌তে ‘জ‌বি’ নীলদ‌লের একাংশের মানব বন্ধন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

ইমরান খান, জ‌বি প্র‌তি‌নি‌ধি: বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) মান্নানসহ স্বা‌ধিনতা বি‌রোধী সকল অপশ‌ক্তি ও ষড়যন্ত্রকারী‌দের শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের (জ‌বি) আওয়ামী পন্থি শিক্ষক‌দের সংগঠন নীল দ‌লের একাংশ।

রোববার (৪ন‌ভেম্বর) বিশ্ব‌বিদ্যাল‌য়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সাম‌নে নীলদ‌লে ব্যানা‌রে মুলত উপাচার্য পন্থি না‌মেই খ্যাত এ অং‌শের শিক্ষকরা মানববন্ধ‌নে অংশ নেয়।

মেজর (অবঃ) আব্দুল মান্নানকে টেলিভিশন টক শোতে ‘রাজাকার এবং স্বাধীনতাবিরোধী’ বলে মন্তব্য করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে একটি আইনি নোটিশ পাঠানোর প্রে‌ক্ষি‌তে এ মানববন্ধন ক‌রে‌ছে শিক্ষক‌দের এক‌টি অংশ।

মানব বন্ধ‌নে নীল দ‌লের এ অং‌শের সভাপ‌তি অধ্যাপক জাকা‌রিয়া মিয়া তার বক্ত‌ব্যে ব‌লেন, শুধু একজন মান্নান নয় বরং সকল স্বাধীনতা বি‌রোধী অপশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের এ মানব বন্ধন। এ‌দে‌শের স্বাধীনতার সা‌থে ষরযন্ত্রকারী সকল অপশ‌ক্তি‌র শা‌স্তি দা‌বি কর‌ছি।

‌তি‌নি ব‌লেন, একজন রাজাকার‌কে রাজাকার বলায় জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের অ‌ভিভাবক ও একজন প্রগ‌তিশীল চিন্তার মানু‌ষ উপাচার্য অধ্যাপক মীজানুর রহমা‌নের বিরু‌দ্ধে আই‌নি নো‌টিশ পা‌ঠি‌য়ে‌ছে যা কোন ভা‌বে মে‌নে নেওয়া যায়। আমরা এর তীব্র‌তিবাদ জানাই এবং অন‌তি‌বিল‌ম্বে মেজর মান্না‌নের অপক‌র্মের শা‌স্তি দা‌বি কর‌ছি।

এসময় মানববন্ধ‌নে বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধ্যাপক, বি‌ভিন্ন ‌বিভা‌গের চেয়ারম্যান ও শিক্ষকরা তা‌দের বক্ত‌ব্যে মেজর মান্নান‌কে পুনরায় রাজাকার ব‌লে আখ্যা‌য়িত ক‌রেন, এবং উপাচা‌র্যের বিরু‌দ্ধে আই‌নি নো‌টিশ পাঠা‌নোর তীব্র প্র‌তিবাদ জানান। মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী, অধ্যাপক ড. শাহজাহান মিয়া, জ‌বি প্রক্টর অধ্যাপক ড. নুর‌ মোহাম্মদ, নীল দ‌লের এ অং‌শের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল প্রমূখ।

এ‌দি‌কে, নীল দ‌লের না‌মে ব্যানার ক‌রে জ‌বির উপাচার্য প‌ন্থি শিক্ষক‌দের মানব বন্ধ‌নে ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছে নীল দ‌লের অপর অংশ। এ বিষ‌য়ে নীল দ‌লের অপর অং‌শের সভাপ‌তি অধ্যাপক ড. আইনুল ইসলাম ব‌লেন, আমরা গঠনতন্ত্র অনুসা‌রে বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌নির্বা‌চিত নীল দল। আমা‌দের না জা‌নি‌য়ে সংগঠ‌নের না‌ম ব্যাবহার ক‌রে ক্যাম্পা‌সে কোন অনুষ্ঠান আ‌য়োজন করা মো‌টেই স‌মি‌চিন হয়নি। ত‌বে তি‌নিও স্বাধীনতা বি‌রোধী সকল অপশ‌ক্তি ও ষড়য‌ন্ত্রের শা‌স্তির দাবি জানান।

উ‌ল্লেখ্য, গত রবিবার (২৮ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে এ আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক।

/আরএ

Comments