মুক্তিযোদ্ধা-আলেমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৮
একুশনিউজ ডেস্ক :  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আলেম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্য, এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন। 

ইফতারের পূর্বে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মল হক, উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন শিশু সদনের এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীগণ ইফতার পার্টিতে যোগ দেন।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন। #বাসস

#একুশনিউজ/এএইচ

Comments