‘ভারত’-এর ওপর আপত্তি খোদ ভারতীয়দের

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৯

ডেস্ক: ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান খ্যাত সালমান খানের ছবি ‘ভারত’। আর মাত্র চার দিন বাকি ছবিটি মুক্তি পেতে। এমন সময় আইনি জটিলতায় পড়ে হুমকির মুখে ছবিটি। দিল্লি হাইকোর্টে এক মামলায় সিনেমাটির মুক্তির বিরুদ্ধে আপত্তি তোলা হয়েছে।

জানা গেছে, ‘ভারত’ নাম ব্যবহারের ফলে দেশপ্রেমীদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে; তাই নামটি পরিবর্তনের দাবি জানানো হয়েছে। বিপিন ত্যাগী নামের এক ব্যক্তি এমন অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন। এতে মুক্তির শেষ মুহুর্তে এসে সিনেমাটির নাম পাল্টে যায় কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। সবাই এখন দিল্লি হাইকোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন।

এরই মধ্যে, ছবির ট্রেলার ও গানে দর্শক-শ্রোতারা মুগ্ধ। আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ প্রমুখ।

পরিচালকের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। ছবিটি কোরিয়ান সিনেমা ‘ওড টু মাই ফাদার’ অবলম্বনে নির্মিত হয়েছে।

এসকে/

Comments