বিএনপি নেতৃবৃন্দের শাস্তির প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

আল আমীন, জাবি প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দকে শাস্তি প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

শনিবার ( ১৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ( ডেইরি গেট) থেকে শুরু হয়ে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানের রায়ের প্রতিবাদে ‘ফরমায়েশি রায়’ মানি না, মানবো না; বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে প্রভৃতি স্লোগান দিতে থাকে।

শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা এ সময় বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃউদ্ধার, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, সকল মত প্রকাশের মাধ্যমের স্বাধীনতা, দেশের সার্বভৌম সুরক্ষিত করাসহ দেশে গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এবং রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক ২১ শে আগস্ট সহ সকল মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেকসুর খালাস চাই।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন, ছাত্রদল নেতা আব্দুল কাদের মারজুক, সবুজ আহাম্মেদ, মো: সেলিম, ইউনুছ আলী, মাজহারুল ইসলাম তমাল, আমজাদ হাবীবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/আরএ

Comments