প্রথম দিনেই রেকর্ড গড়ল মহেশ বাবুর ‘মহর্ষি’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯ বামসি পাইডিপাল্লি পরিচালিত সামাজিক গল্পের সিনেমাটি মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অনেকে বলছেন, এটিই মহেশ বাবুর ক্যারিয়ারের সেরা একটি সিনেমা হতে যাচ্ছে।এতে আরও অভিনয়য় করেছেন পূজা হেগড়ে, আল্লারি নরেশ ও জাগাপথি বাবু। মুক্তির প্রথম দিন হায়দ্রাবাদের নিজাম থেকেই শুধু ‘মহর্ষি’র আয় ৬ কোটি ৩৮ লাখ রুপি। গুনটুর থেকে ৪ কোটি ৪০ লাখ ও চেন্নাই থেকে ২৩ লাখ আয় করেছে সিনেমাটি। এটি মহেশ বাবুর মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের সর্বোচ্চ আয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে শুধু যুক্তরাষ্ট্র থেকে ‘মহর্ষি’র আয় ৩ কোটি ৫৭ লাখ রুপি। সিনেমাটির আয় ধীরে ধীরে আরও বাড়বে বলে জানান চলচ্চিত্র সমালোচকরা। সিনেমাটির গল্পে ঋষি একজন ব্যবসায়ী, যে কিনা বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে ভারত ফেরেন। এর তিনি জনগণের রক্ষক হয়ে উঠেন এবং সংগ্রামরত কৃষকদের সহায়তা করেন। সিনেমাটিতে ঋষি চরিত্রে মহেশ বাবু অভিনয় করেছেন। এসকে/ Comments SHARES বিনোদন বিষয়: মহেশ বাবুর ‘মহর্ষি’