দোয়া কবুল হওয়ার ২৬ টি বিশেষ মুহূর্ত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৮ একুশ নিউজ: মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে করা দোয়া আল্লাহ তায়ালা অধিকাংশ সময়েই কবুল করে থাকেন। তবে কিছু কিছু সময় আছে যে সময়ের দোয়াগুলো মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই কবুল করে থাকেন। যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই কবুল করে থাকেন এমন ২৬ টি বিশেষ মুহুর্ত তুলে ধরা হলো:- ১. ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া। – ﺇﻥ ﻟﻠﺼﺎﺋﻢ ﻋﻨﺪ ﻓﻄﺮﻩ ﻟﺪﻋﻮﺓ ﻣﺎ ﺗﺮﺩ (ইবনে মাজাহঃ১৫৩৫, হাকেমঃ১৭৫৩) ২. লাইলাতুল কদরের দোয়া। – ﺃﻧﻪ ﻗﺎﻝ ﻟﻌﺎﺋﺸﺔ ﻟﻤﺎ ﻗﺎﻟﺖ ﻟﻪ : ﺃﺭﺃﻳﺖ ﺇﻥ ﻋﻠﻤﺖ ﺃﻱ ﻟﻴﻠﺔ ﻟﻴﻠﺔ ﺍﻟﻘﺪﺭ ، ﻣﺎ ﺃﻗﻮﻝ ﻓﻴﻬﺎ ؟ ﻗﺎﻝ : ﻗﻮﻟﻲ ” ﺍﻟﻠﻬﻢ ﺇﻧﻚ ﻋﻔﻮ ﺗﺤﺐ ﺍﻟﻌﻔﻮ ﻓﺎﻋﻒ ﻋﻨﻲ (মুসনাদে আহমাদ, তিরমিযি:৩৫১৩,ইবনে মাজাহঃ৩৮৫০, হাকেমঃ৫৩০) ৩. প্রতি শেষ রাতের দোয়া। -( ﻳﻨﺰﻝ ﺭﺑﻨﺎ ﺇﻟﻰ ﺳﻤﺎﺀ ﺍﻟﺪﻧﻴﺎ ﻛﻞ ﻟﻴﻠﺔ ﺣﻴﻦ ﻳﺒﻘﻰ ﺛﻠﺚ ﺍﻟﻠﻴﻞ ﺍﻵﺧﺮ ﻓﻴﻘﻮﻝ ﻣﻦ ﻳﺪﻋﻮﻧﻲ ﻓﺄﺳﺘﺠﻴﺐ ﻟﻪ ﻣﻦ ﻳﺴﺄﻟﻨﻲ ﻓﺄﻋﻄﻴﻪ ﻣﻦ ﻳﺴﺘﻐﻔﺮﻧﻲ ﻓﺄﻏﻔﺮ ﻟﻪ ﺣﺘﻰ ﻳﻨﻔﺠﺮ ﺍﻟﻔﺠﺮ (বুখারীঃ১০৭৭, মুসলিমঃ৪০৮) ৪. আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া। – ﺍﻟﺪﻋﺎﺀ ﻻ ﻳﺮﺩ ﺑﻴﻦ ﺍﻷﺫﺍﻥ ﻭﺍﻹﻗﺎﻣﺔ (তিরমিযিঃ১৯৬,আবু দাউদঃ৪৩৭, মুসনাদে আহমাদঃ ১৭৭৫৫) ৫. পাচ রাতের দোয়া আল্লাহ কবুল করেন- জুমার রাত, ঈদুল আজহার রা্ত, ঈদুল ফিতরের রাত, রজবের প্রথম ও মধ্য রাত। – ﺇِﻥَّ ﺍﻟﺪُّﻋَﺎﺀَ ﻳُﺴْﺘَﺠَﺎﺏُ ﻓِﻲ ﺧَﻤْﺲِ ﻟَﻴَﺎﻝٍ : ﻓِﻲ ﻟَﻴْﻠَﺔِ ﺍﻟْﺠُﻤُﻌَﺔِ ، ﻭَﻟَﻴْﻠَﺔِ ﺍﻟْﺄَﺿْﺤَﻰ ، ﻭَﻟَﻴْﻠَﺔِ ﺍﻟْﻔِﻄْﺮِ ، ﻭَﺃَﻭَّﻝِ ﻟَﻴْﻠَﺔِ ﻣِﻦْ ﺭَﺟَﺐٍ ، ﻭَﻟَﻴْﻠَﺔِ ﺍﻟﻨِّﺼْﻒِ ﻣِﻦْ ﺷَﻌْﺒَﺎﻥَ (আল উম্ম লিশ শাফী) ৬. ইমামের খুৎবা দেয়ার সময়। – ﺣﻴﻦ ﻳﺠﻠﺲ ﺍﻹﻣﺎﻡ ﻳﻮﻡ ﺍﻟﺠﻤﻌﺔ ﻋﻠﻰ ﺍﻟﻤﻨﺒﺮ ﻟﻠﺨﻄﺒﺔ ﺇﻟﻰ ﺃﻥ ﺗﻘﻀﻲ ﺍﻟﺼﻼﺓ، ﻓﻬﻮ ﻣﺤﻞ ﺇﺟﺎﺑﺔ (মুসলিমঃ৭৪৪,নাসাঈঃ১১২৫,আবু দাউদঃ৭৪১,মুসনাদে আহমাদঃ ৯০৮৩) ৭. জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত। ﻓﻲ ﻳﻮﻡ ﺍﻟﺠﻤﻌﺔ ﺳﺎﻋﺔ ﻻ ﻳﺴﺄﻝ ﺍﻟﻠﻪ ﺃﺣﺪ ﻓﻴﻬﺎ ﺷﻴﺌﺎ ﻭﻫﻮ ﻗﺎﺋﻢ ﻳﺼﻠﻲ ﺇﻻ ﺃﻋﻄﺎﻩ ﺍﻟﻠﻪ ﺇﻳﺎﻩ (বুখরীঃ৮৮৩,মুসলিমঃ১৪০৭) ৮. শাবানের মধ্য রাতেরর দোয়া। – ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻴَﻄَّﻠِﻊُ ﻓِﻲ ﻟَﻴْﻠَﺔِ ﺍﻟﻨِّﺼْﻒِ ﻣِﻦْ ﺷَﻌْﺒَﺎﻥَ ﻓَﻴَﻐْﻔِﺮُ ﻟِﺠَﻤِﻴﻊِ ﺧَﻠْﻘِﻪِ ﺇِﻻ ﻟِﻤُﺸْﺮِﻙٍ ﺃَﻭْ ﻣُﺸَﺎﺣِﻦٍ (বায়হাকীঃ৩৬৭৪, মুজামুল কাবীরঃ ২১৫,মুজামুল আওসাতঃ৬৯৬৭, আল বাজ্জারঃ৭৫৫৪, মুসনাদে ইবনে আবি শাইবাহঃ৩০৪৭৯ আরো অন্যান্য) ৯. ফরজ সালাতের পরের দোয়া। – ﻗﻴﻞ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺃﻱ ﺍﻟﺪﻋﺎﺀ ﺃﺳﻤﻊ؟ ﻗﺎﻝ ﺟﻮﻑ ﺍﻟﻠﻴﻞ ﺍﻵﺧﺮ ، ﻭﺩﺑﺮ ﺍﻟﺼﻠﻮﺍﺕ ﺍﻟﻤﻜﺘﻮﺑﺎﺕ (তিরমিযিঃ৩৪৯৯) ১০. সালাতে সিজদারত অবস্থার দোয়া। -ﺃﻗﺮﺏ ﻣﺎ ﻳﻜﻮﻥ ﺍﻟﻌﺒﺪ ﻣﻦ ﺭﺑﻪ ﻭﻫﻮ ﺳﺎﺟﺪ ﻓﺄﻛﺜﺮﻭﺍ ﺍﻟﺪﻋﺎﺀ (মুসনাদে আহমাদঃ ১০৭০৯) ১১. সালাতে রুকু অবস্থার দোয়া। – ﺃﻣﺎ ﺍﻟﺮﻛﻮﻉ ﻓﻌﻈﻤﻮﺍ ﻓﻴﻪ ﺍﻟﺮﺏ ﻋﺰ ﻭﺟﻞ، ﻭﺃﻣﺎ ﺍﻟﺴﺠﻮﺩ ﻓﺎﺟﺘﻬﺪﻭﺍ ﻓﻲ ﺍﻟﺪﻋﺎﺀ ﻓﻘﻤﻦ ﺃﻥ ﻳﺴﺘﺠﺎﺏ ﻟﻜﻢ (মুসলিমঃ৭৩৮,আবু দাউদঃ৭৪২,মুসনাদে আহমাদঃ ১৮০১) ১২. সালাত শেষে সালামের পূর্বের দোয়া। – ﺛﻢ ﻟﻴﺨﺘﺮ ﻣﻦ ﺍﻟﺪﻋﺎﺀ ﺃﻋﺠﺒﻪ ﺇﻟﻴﻪ ﻓﻴﺪﻋﻮ (বুখারীঃ৭৩১, নাসাঈঃ ১২৮১) ১৩. ইমামের সুরা ফাতেহা পাঠের পর আমিন বলার সময়। – ﻓَﻘُﻮﻟُﻮﺍ : ﺁﻣِﻴﻦَ ﻳُﺠِﺒْﻜُﻢُ ﺍﻟﻠَّﻪ ُ (সুনানে সুগরা লি ইমাম নাসাঈঃ৮২১) ১৪. মজলুমের দোয়া। – ﺩﻋﻮﺓ ﺍﻟﻤﻈﻠﻮﻡ ﻣﺴﺘﺠﺎﺑﺔ ﻭﺇﻥ ﻛﺎﻥ ﻓﺎﺟﺮﺍً ؛ ﻓﻔﺠﻮﺭﻩ ﻋﻠﻰ ﻧﻔﺴﻪ (মুসনাদে আহমাদঃ৩৩৮২) ১৫. হজ্বের সময়ের দোয়া। – ﻟﻐﺎﺯﻱ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ، ﻭﺍﻟﺤﺎﺝ ، ﻭﺍﻟﻤﻌﺘﻤﺮ ﻭﻓﺪ ﺍﻟﻠﻪ ، ﺩﻋﺎﻫﻢ ﻓﺄﺟﺎﺑﻮﻩ ، ﻭﺳﺄﻟﻮﻩ ﻓﺄﻋﺎﻃﺎﻫﻢ .(ইবনে মাজাহ:২৮৮৮) ১৬. আরাফার দিনের দোয়া। – ﺧَﻴْﺮُ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ ﺩُﻋَﺎﺀُ ﻳَﻮْﻡِ ﻋَﺮَﻓَﺔَ / ﺃﻓﻀﻞ ﺍﻟﺪﻋﺎﺀ ﺩﻋﺎﺀ ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ (তিরমিযিঃ৩৫৮৫, মুয়াত্তাঃ৫০০) ১৭. মুসাফির অবস্থায়। – ﺛﻼﺙ ﺩﻋﻮﺍﺕ ﻣﺴﺘﺠﺎﺑﺎﺕ : ﺩﻋﻮﺓ ﺍﻟﻤﻈﻠﻮﻡ ، ﻭﺩﻋﻮﺓ ﺍﻟﻤﺴﺎﻓﺮ ﻭﺩﻋﻮﺓ ﺍﻟﻮﺍﻟﺪ ﻟﻮﻟﺪﻩ (ইবনে মাজাহঃ৩৮৬২,আবুদাউদ:১৫৩৬ আরো অন্যান্য) ১৮. মোরগ ডাকার সময়। – ﺇﺫﺍ ﺳﻤﻌﺘﻢ ﺻﻴﺎﺡ ﺍﻟﺪﻳﻜﺔ ﻓﺎﺳﺄﻟﻮﺍ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﻓﻀﻠﻪ ، ﻓﺈﻧﻬﺎ ﺭﺃﺕ ﻣﻠﻜﺎً (বুখারীঃ২৩০৪, মুসলিমঃ২৭২৯) ১৯. জমজমের পানি পান করার সময়। – ﻣﺎﺀ ﺯﻣﺰﻡ ﻟﻤﺎ ﺷﺮﺏ ﻟﻪ (মুসনাদে আহমাদঃ ৫৫০২) ২০. বৃষ্টি পড়ার সময়। – ﺍﻟﺪﻋﺎﺀ ﻋﻨﺪ ﺍﻟﻨﺪﺍﺀ ﻭﺗﺤﺖ ﺍﻟﻤﻄﺮ (আবু দাউদঃ৩০৭৮) ২১. পিতা কর্তৃক নিজ সন্তানের জন্য দোয়া। – ﺛﻼﺙ ﺩﻋﻮﺍﺕ ﻣﺴﺘﺠﺎﺑﺎﺕ : ﺩﻋﻮﺓ ﺍﻟﻤﻈﻠﻮﻡ ، ﻭﺩﻋﻮﺓ ﺍﻟﻤﺴﺎﻓﺮ ، ﻭﺩﻋﻮﺓ ﺍﻟﻮﺍﻟﺪ ﻋﻠﻰ ﻭﻟﺪﻩ (তিরমিযিঃ১৯০৫, আদাবুল মুফরাদঃ৩৭২) ২২. নেক সন্তান কর্তৃক পিতামাতার জন্য দোয়া। – ﺇﺫﺍ ﻣﺎﺕ ﺍﺑﻦ ﺁﺩﻡ ﺍﻧﻘﻄﻊ ﻋﻤﻠﻪ ﺇﻻ ﻣﻦ ﺛﻼﺙ : ﺻﺪﻗﺔ ﺟﺎﺭﻳﺔ ، ﺃﻭ ﻭﻟﺪ ﺻﺎﻟﺢ ﻳﺪﻋﻮ ﻟﻪ ﺃﻭ ﻋﻠﻢ ﻳﻨﺘﻔﻊ ﺑﻪ (মুসলিমঃ১৬৩১) ২৩. দ্বিপ্রহরের পর সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়লে। – ﺇﻧﻬﺎ ﺳﺎﻋﺔ ﺗﻔﺘﺢ ﻓﻴﻬﺎ ﺃﺑﻮﺍﺏ ﺍﻟﺴﻤﺎﺀ ﻭﺃﺣﺐ ﺃﻥ ﻳﺼﻌﺪ ﻟﻲ ﻓﻴﻬﺎ ﻋﻤﻞ ﺻﺎﻟﺢ (তিরমিযি, মিশকাতঃ৩৩৭) ২৪. রাতে ঘুম থেকে জাগার পর। – ﻣَﻦْ ﺗَﻌَﺎﺭَّ ( ﺃﻱ : ﺍﺳﺘﻴﻘﻆ ) ﻣِﻦَ ﺍﻟﻠَّﻴْﻞِ، ﺛُﻢَّ ﻗَﺎﻝَ : ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﺃَﻭْ ﺩَﻋَﺎ، ﺍﺳْﺘُﺠِﻴﺐَ ﻟَﻪُ، ﻓَﺈِﻥْ ﺗَﻮَﺿَّﺄَ ﻭَﺻَﻠَّﻰ ﻗُﺒِﻠَﺖْ ﺻَﻼَﺗُﻪُ (বুখরীঃ১১৫৪) ২৫. অসুস্থ অবস্থায় দোয়া। – ﺇﺫﺍ ﺣﻀﺮﺗﻢ ﺍﻟﻤﺮﻳﺾ ﻓﻘﻮﻟﻮﺍ ﺧﻴﺮﺍً ﻓﺈﻥ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﻳﺆﻣﻨﻮﻥ ﻋﻠﻰ ﻣﺎ ﺗﻘﻮﻟﻮﻥ (মুসলিমঃ৯১৯) ২৬. মৃত ব্যক্তির রূহ চলে যাওয়ার পর উপস্থিত লোকদের দোয়া। – ﺇﻥ ﺍﻟﺮﻭﺡ ﺇﺫﺍ ﻗﺒﺾ … ﻻ ﺗﺪﻋﻮﺍ ﻋﻠﻰ ﺃﻧﻔﺴﻜﻢ ﺇﻻ ﺑﺨﻴﺮ ؛ ﻓﺈﻥ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﻳﺆﻣﻨﻮﻥ ﻋﻠﻰ ﻣﺎ ﺗﻘﻮﻟﻮﻥ (মুসলিমঃ২৭৩) সংকলন: মুহাম্মাদ ইয়াসিন /এমএম Comments SHARES ইসলাম বিষয়: দোআদোয়াদোয়া কবুল হওয়ার ২৬ টি বিশেষ মুহূর্তমুনাজাতমুহাম্মাদ ইয়াসিন