দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : অর্থমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮ নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে গবেষকদের উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।’ আজ শুক্রবার বাংলাদেশ এগ্রিকালচার রিসার্স কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত এক বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অভিজ্ঞতা ও নতুন উদ্ভাবনের জন্য গবেষণা অত্যাবশ্যকীয়, নতুন জ্ঞান প্রয়োগ করে কৃষকরা তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারে।’ বাংলাদেশ এগ্রিকালচার ইকোনোমিস্ট এসোসিয়েশন (বিএইএ) ‘২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। জেনারেল ইকোনোমিস্ট ডিভিশন (জিইডি)-এর সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মন্ডল এবং বিএইএর সভাপতি সাজ্জাদুল হাসান বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী বলেন, ‘যদি আপনি তাদের নতুন কোনো বুদ্ধি-পরামর্শ দেন, তারা সহজেই তা প্রয়োগ করবে এবং ভালো মুনাফা করবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বছরে একবার কৃষি পণ্য উৎপাদন করে, কিন্তু কৃষকরা তাদের আবাদি জমি থেকে বছরে তিনবার ফসল ফলায়।’ ড. শামসুল আলম বলেন, ‘প্রস্তাবিত বাজেটে নির্ধারিত সময়ে বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর দিকে নজর দেওয়া হয়েছে। এর মধ্যে চলমান বিভিন্ন মেগা প্রকল্পসহ, টেকসই লক্ষমাত্রা অর্জন, ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ রয়েছে।’ শামসুল আলম জানান, প্রস্তাবিত বাজেটে সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি করেছে। এ ছাড়া স্থানীয় শিল্পের বিশেষ প্রণোদনা প্রদানসহ দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে শিক্ষা ও তথ্য প্রযুক্তিখাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। #এএইচ Comments SHARES অর্থ-বাণিজ্য বিষয়: