নিজস্ব প্রতিবেদক, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।
চলতি বছর দুই হাজার ৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৭২৬ জন। এতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ জন ভর্তিচ্ছু।
ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ। পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।সু
নির্বেঘ্নে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিকস ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্টও দায়িত্ব পালন করে।
/এমএম