ট্রাকের ধাক্কায় বাসের হেলপারের মৃত্যু

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

স্টাফ রিপোর্টার : যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় আহত বাস-হেলপার আকাশ (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত আকাশ মৌমিতা পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনার পর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া আকাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের সূত্রে এসআই বাচ্চু মিয়া জানান, আকাশের বাড়ি সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ কাঠের পুল এলাকায়। সে মৌমিতা পরিবহনের একটি বাসের সহকারী হিসেবে কাজ করতো। কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হওয়ার পর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে মৌমিতা পরিবহনের চালক রকিবুল ইসলাম রাজু।

ঘটনার ব্যাপারে রাজু জানায়, বাসটি যাত্রাবাড়ী থেকে মহানগর পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য যাচ্ছিলো। সাইনবোর্ড চৌরাস্তায় গাড়ি ঘোরানোর সময় হঠাৎ দু’জন ট্রাফিক পুলিশ গাড়ি থামানোর সিগন্যাল দেয়। এসময় গাড়িটি যাতে নিরাপদে সাইড করতে পারে সেজন্য পেছন থেকে আসা অন্য গাড়িগুলোকে সাইড দেওয়ার সিগন্যাল দিতে বাস থেকে নিচে নামেন আকাশ। এসময় একজন ট্রাফিক পুলিশ আকাশের পিঠ চাপড়ে সরে যেতে বলেন। এসময় রাস্তায় পড়ে যান আকাশ। তখনই পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আকাশকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় শ্রমিকদের বিক্ষোভে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। তাদের দাবি, ট্রাফিকের দোষে দুর্ঘটনা ঘটেছে।

তবে সাইনবোর্ড এলাকায় কোনও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানেন না বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ। তিনি বলেন, ‘আমরা এমন কোনও খবর পাইনি।’

সাইনবোর্ড এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মঞ্জর বলেন, ‘একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল নারায়নগঞ্জ জেলায়। শুনেছি হেলপার নতুন। বাস ঘুরানোর সময় পড়ে গিয়েছিল। এর বেশি আমার জানা নেই।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ট্রাফিক পুলিশের সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। ওরাই ভালো বলতে পারবে। তবে ঘটনাস্থল ফতুল্লাতে পড়েছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘মৌমিতা পরিবহনের একটি বাস উল্টো পথে এসে হাইওয়ে সড়কে যাত্রী ওঠাচ্ছিলো। এসময় ট্রাফিক পুলিশের কনস্টেবল হযরত আলী কয়েকদফা তাকে সরে যেতে বলেন। কিন্তু ড্রাইভার তা শোনেন নি। তখন কনস্টেবল গাড়ির দিকে এগিয়ে যেতে থাকলে বাস সামনে এগুতে শুরু করে, সেসময় হেলপার দৌড়ে গাড়িতে ওঠার চেষ্টা করে। তখন একটা দ্রুতগামী ট্রাক ওই হেলপারকে ধাক্কা দেয়।’

ট্রাফিকের কোনও সদস্য ওই ঘটনায় জড়িত নয় দাবি করে তিনি আরও বলেন, ‘ট্রাকটিকে আটকানো যায় নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়ে আছে।’

 এসআর / সূত্র : বিটি

Comments