জাবির উন্নয়নে একনেক সভায় ১৪৪৫ কোটি টাকার অনুমোদন

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

আল আমীন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে জন্য একনেকে ১৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-(একনেক) বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনান্য বেশ কিছু প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়। একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

অনুমোদনের খবর পাওয়ার পর পরই ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সন্ধ্যা ছয়টায় উপাচার্য ড. ফারজানা ইসলামকে শুভেচ্ছা জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অর্জনে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফন্ট ও সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, আবাসিক এবং অন্যান্য সুবিধা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে গুণগত ও মানসম্পন্ন শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, শিক্ষা ও গবেষণা উপকরণ সরবরাহের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প পাস করা হয়েছে। প্রকল্পের কাজ চলতি বছরের অক্টোবরে শুরু হয়ে ২০২২ সালের মার্চে শেষ হবে ।’

এ প্রকল্পের আওতায় ১০ তলা করে ছাত্রছাত্রীদের জন্য ছয়টি আবাসিক হল, ১০ তলা করে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পাঁচটি এবং কর্মচারীদের জন্য তিনটি আবাসিক ভবন নির্মাণ, একটি লেকচার থিয়েটার ও পরীক্ষার হল, একটি প্রশাসনিক ভবন, সাত তলা বিশিষ্ট একটি নতুন লাইব্রেরি ভবন ও একটি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ করা হবে। এছাড়া বিদ্যমান ভবনগুলোর মধ্যে থেকে পাঁচটি ভবনের আনুভূমিক ও উর্দ্ধমুখী সম্প্রসারণসহ একটি পিক আপ, একটি মিনিবাস ও দুইটি অ্যাম্বুলেন্স কেনা হবে- বলে জানান উপাচা।

উল্লেখ্য, এদিন একনেকে ২১টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয় ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১৭ হাজার ৩১৬ কোটি ৯৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৩৩ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ২২৭ কোটি ৮৭ লাখ টাকা।

/আরএ

Comments