জাবিতে শিক্ষার্থী ভর্তি বৈষম্য প্রসঙ্গে আইনি নোটিশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮ আল আমীন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদে (সি ইউনিট) ভর্তির ক্ষেত্রে মাদরাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন-দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যের শিকার হওয়া বেশ কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী। নোটিশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে কলা ও মানবিক অনুষদে ভর্তিচ্ছু মাদরাসা শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে। মাদরাসা শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি কলেজের শিক্ষার্থীদের মতই ২০০ নম্বরের উপর পড়াশোনা করে পরীক্ষা দেয়। তারপরও তাদেরকে আলাদা ক্যাটাগরি করে আটটি বিভাগের ৩৬৪টি আসনের মধ্যে মাত্র ১৩ জনকে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। যার মধ্যে মাত্র দুইজন ছাত্রী। উকিল নোটিশ পাঠানো শিক্ষার্থীরা হলেন- সাজ্জাদুল ইসলাম, মো. সওসাজ্জামান, রাকিব হোসেন, মো. আনিসুর রহমান, মো. ওসমান গণি ও মো বায়োজিদ হোসেন। তারা সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, একাডেমিক কাউন্সিলের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কলা ও মানবিক অনুষদের ডিন বরাবর এই নোটিশ পাঠান। এত কমসংখ্যক মাদরাসা শিক্ষার্থীকে ভর্তি সুযোগ দেয়াকে বৈষম্য উল্লেখ করে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মো. রায়হান উদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ ও অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক উভয়ই জানান এ বিষয়ে তারা এখনো কোনো আইনি নোটিশ হাতে পাননি। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: জাবিতে শিক্ষার্থী ভর্তি বৈষম্য প্রসঙ্গে আইনি নোটিশ