চবির ভর্তি পরীক্ষা; প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে সতর্কাবস্থা

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮

নাজমুল হাসান, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশপ্রশাসন।

জানা যায়, ভর্তি পরীক্ষায় প্রক্সি ঠেকাতে এন্টি প্রক্সি নামের একটি মোবাইল ফোন অ্যাপস ব্যবহার করা হবে।

গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গেমতবিনিময়ের সময় এসব কথা জানান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

আগামী ২৭ থেকে ৩১ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে এ বছর ক্যাম্পাসের ভেতরে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য আমরা দুটি শিফটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।

এ ছাড়া পরীক্ষার্থীদেরসকালের শিফটে ৯টা ৪৫ মিনিটে এবং বিকেলেরশিফটে ২টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এ সময়ের পর কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার্থীরা এফএক্স ১০০-এর নিচে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

সভায় বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, ‘ভর্তি পরীক্ষায় প্রক্সি ঠেকাতে এ বছর এন্টি প্রক্সি নামের একটি মোবাইল ফোন অ্যাপস ব্যবহার করা হবে। কোনো শিক্ষার্থী যদি প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে অন্য কারো পরীক্ষায় অংশ নেয় কিংবা পরীক্ষা পরিদর্শক যদি সন্দেহ করেন তাহলে অ্যাপসটির মাধ্যমে যে ছবি পরিবর্তন করা হয়েছে তা বের করা যাবে। ফলে কোনো শিক্ষার্থী এবার প্রক্সি দেওয়ার চিন্তাও করতে পারবে না।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহাবুবুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আগামী শনিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের এক হাজার ৫৫৪টি আসনের বিপরীতে ৩১ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নেবে। যা প্রতি আসনে লড়বে ২০ পরীক্ষার্থী।এ ছাড়া ২৮, ২৯ ও ৩০ অক্টোবর সকাল ১০টায় যথাক্রমে ডি, সি এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর সকাল ১০টায় এবং দুপুর আড়াইটায় ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://­admission.cu.ac.bd/) থেকে জানা যাবে।

/আরএ

Comments