চবিতে খালেদা জিয়া হলের নামফলক মুছে ফেলায় সাদা দলের শিক্ষকদের নিন্দা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮ নাজমুল হাসান, চবি প্রতিনিধি: ছাত্রলীগ কতৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নামফলক মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণ। আজ (বুধবার) এক শিক্ষকগণ বলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে স্থাপিত চ.বি হলের নাম মুছে ফেলা একটি সম্পূর্ণ পরিকল্পিত এবং সন্ত্রাসী ঘটনা যা বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসাপরায়ণতারই সুস্পস্ট প্রতিফলন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পর্ষদ সিন্ডিকেটের মাধ্যমে হয়ে থাকে এবং এটির পরিবর্তন, পরিমার্জন অবশ্যই প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। এর ব্যত্যয় হওয়াটা একটি নৈরাজ্যকর এবং সন্ত্রাসী কর্ম হিসাবে ধর্তব্য। সংশ্লিষ্ট নিউজ…. চবির খালেদা জিয়া হলের নামফলক তুলে দিলো ছাত্রলীগ তাঁরা মনে করেন এটির সাথে বিশ্ববিদ্যালয়কে অস্থির করার অপপ্রয়াসও জড়িত। সাদা দলের শিক্ষকগণ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নামফলক অবিলম্বে পূণঃস্থাপনের দাবী জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. এম. আতিকুর রহমান, প্রফেসর ড. মোঃ মোজাফফর আহমদ, প্রফেসর ড. মোঃ কামাল হোসাইন, প্রফেসর ড. মোকতার আহমদ, প্রফেসর ড. মোঃ আবদুল করিম, প্রফেসর ড. শওকতুল মেহের, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, প্রফেসর ড. ইমাম হোসেন, প্রফেসর ড. আকতার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ও প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রমুখ। প্রসঙ্গ, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নামফলক তুলে দিয়েছে চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বীর প্রতীক তারামন বিবি‘র নামে হলটির নামকরণের দাবী জানায় তারা। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: চবিতে খালেদা জিয়া হলের নামফলক মুছে ফেলায় সাদা দলের শিক্ষকদের নিন্দা