খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. শহীদুর

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

মুহাম্মদ নোমান ছিদ্দীকী: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে সাজিয়ে তুলতে শুরু করেছেন অধ্যাপক ড. মোঃ শহীদুর রহমান খান। তার নেতৃত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এগিয়ে চলছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে আশাবাদী হয়ে উঠেছে খুলনাবাসী। এর আগে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক এবং ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি (আইসিএফ এর) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে চার বছরের জন্য নিয়োগ দেন । তিনি ১৬ সেপ্টেম্বর তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরে এক জনসভায় খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন ২০১১ সালের ৫ মার্চ। এর প্রায় ৪ বছর পর ২০১৫ সালের ৫ জুলাই জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যলয় বিলটি পাস হয়।

খুলনার দৌলতপুর কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউটের অব্যবহৃত ৫০ একর জমিসহ ব্যক্তি মালিকানাধীন ৬২ একর জমি নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দেন। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউটের জায়গায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সে বিশ্ববিদ্যালয়কে বাস্তবে রুপান্তরের দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. মোঃ শহীদুর রহমান খান। ড. শহীদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের পূর্ব বিঘা গ্রামে। তিনি মো. সিরাজুল ইসলাম খান ও মাতা হালিমা বেগমের ছেলে।

/সিএইচ

Comments