কুরবানীর গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ ঈদুল আযহার দিন সর্বপ্রথম নিজ কুরবানীর গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত। অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কুরবানীর গোশত খাওয়া সুন্নত।এই সুন্নত শুধু ১০ যিলহজ্বের জন্য। ১১ বা ১২ তারিখের গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত নয়। -জামে তিরমিযী ১/১২০, শরহুল মুনয়া ৫৬৬, আদ্দুররুল মুখতার ২/১৭৬, আলবাহরুর রায়েক ২/১৬৩ Comments SHARES ইসলাম বিষয়: কুরবানিকুরবানীর গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত