কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮ খোরশেদ আলম,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার(চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহেরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা-কর্মচারী পরিষদ, শাখা ছাত্রলীগ, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন। পুষ্পার্ঘ্য অর্পনের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। আলোচনা পর্বে বক্তারা জাতির সূর্যসন্তানদের স্মরণ করে বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় অপশক্তির নীলনকশা অনুযায়ী হত্যাকান্ড পৃথিবীর সবচাইতে ঘৃণিত কর্মকান্ড। মেধাকে আটকে রাখা যায় না, মেধার জয় হবেই, তারুণ্যের মেধা দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। শহীদদের স্মরণে জুম্মার নামাজের পর কুবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাবের কমিটি ঘোষনা