কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-‘১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একযোগে তিনটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।

ফলাফল পরবর্তী কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ড. মো. আবু তাহের জানান, মোট ১,০৪০ টি আসনের অধীনে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৬ নভেম্বর।

ভর্তি কার্যক্রম চলবে ২৭ নভেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ০১ জানুয়ারী।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ‘বি’ (আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ)
এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ) এই তিন ইউনিটের অধীনে মোট ৬৩,০৬০ জন আবেদনকারীর মধ্যে
পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩৬,৯৫৫ জন শিক্ষার্থী।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৩,৮৪৮ জন পরীক্ষার্থী থেকে মোট পাশ করেছেন ২,৪২০ জন যা উপস্থিতির ১৭.৪৮ শতাংশ।

‘বি’ ইউনিটে ১৪,৮৪৭ জন পরীক্ষার্থী থেকে মোট ২৫০২ জন পাশ করেছেন।যা উপস্থিতির ১৬.৮৫ শতাংশ ।

‘সি’ ইউনিটে ৮,২৬০ জন পরীক্ষা দিয়ে পাশ করেছেন ৪৯৬ জন যেখানে পাশের হার শতকরা ৬ ভাগ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এই লিঙ্কে ক্লিক করে ভর্তি পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষা ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানতে পারবেন।

/আরএ

Comments