কুবি’র নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮ খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মোহাম্মদ নূরুল করিম চৌধুরী অফিস আদেশ সূত্রে বলা হয়, মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে পরীক্ষা নিয়ন্ত্রকের শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদটি দীর্ঘদিন যাবত শূন্য ছিলো । /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: কুবি'র নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী