কুবি’র ‘এ’ ইউনিটের পরীক্ষার সময় পরিবর্তন

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

খোরশেদ আলম,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-‘১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে।

পূর্বনির্ধারিত ‘এ’ ইউনিটের ০৯ নভেম্বরের (সকাল ১০:০০টা থেকে ১১:০০টা) পরীক্ষাটি পরদিন ১০ নভেম্বর (বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা) অনুষ্ঠিত হবে। তবে ‘এ’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও আসনবিন্যাস অপরিবর্তিত থাকবে।

এছাড়া বাকি দুই ইউনিটের (‘বি’ ও ‘সি’) পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। পূর্বনির্ধারিত ‘বি’ ইউনিটের পরীক্ষা ০৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর (শনিবার) সকাল ১০:০০টা থেকে ১১:০০টায় অনুষ্ঠিত হবে।

রোববার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও কেন্দ্র সচিবদের এক সভা শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।

প্রেস বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের বিষয়টিকে অনিবার্য কারণবশত উল্লেখ করা হলেও জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে ০৪ নভেম্বর (রোববার) অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষাটি ০৯ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।তাই একই সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সৃষ্ট এই জটিলতা নিরসন ও ভর্তি পরীক্ষায় নির্বিঘ্নতা নিশ্চিত করতেই ‘এ’ ইউনিট পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য,এবার মোট ১৯টি কেন্দ্রে প্রায় ৬৩ হাজার পরীক্ষার্থী অংশ নিবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ১ হাজার ৪০টি আসনের বিপরীতে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

/আরএ

Comments