ইসলাম গ্রহণের জন্য কোনো চাপ ছিল না : খাজার স্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮ একুশ নিউজ ডেস্ক : উসমান খাজা । অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান । দাপুটে খেলোয়ার । অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের প্রথম মুসলিম সদস্যও এই বাঁহাতি ব্যাটসম্যান । ৩১ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এ ক্রিকেটার আজ বসছেন বিয়ের পিঁড়িতে । পাত্রী ২২ বছর বয়সী র্যাচেল ম্যাকলেলান । অবশ্য ক্যাথলিক এই তরুণীর সঙ্গে মুসলিম শরিয়াহ অনুযায়ী গত বছরই ‘নিকাহ’ সম্পন্ন করেছিলেন এই তারকা ক্রিকেটার । উসমানের সঙ্গে সম্পর্ক হওয়ার পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এই তরুণী । ক্যাথলিক পরিবারে জন্ম নেওয়া এ তরুণী জানিয়েছেন, উসমানের সঙ্গে পরিচয় হওয়ার আগে ইসলাম সম্পর্কে তাঁর ভুল ধারণা ছিল । কিন্তু উসমানের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর এ ধারণা বদলে যেতে থাকে । এবং একসময় সিদ্ধান্ত নেন ইসলাম ধর্ম গ্রহণের । গত বছর তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন । তবে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে উসমান বা তাঁর পরিবারের দিক থেকে কোনো চাপ ছিল না বলে জানিয়েছেন র্যাচেল । তাঁর কথায়, ‘উসমান কিংবা তাঁর পরিবারের দিক থেকে ইসলাম গ্রহণের জন্য কোনো চাপ ছিল না । আমি শুধু জানতাম, এটা (ইসলাম) তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ ।’ উসমান বলেন, ‘আমি তাঁকে কখনো চাপ দিইনি মুসলিম হতে । আমি শুধু তাঁকে বলেছিলাম, সে যদি মুসলিম হয়, তবে আমার পূর্ণ সমর্থন থাকবে । তবে চাপ দিয়ে নয় । যদি মন থেকে কোনো কাজের জন্য সায় না আসে, তবে সে কাজ করার যৌক্তিকতা নেই ।’ সারাদেশে ৫৫০টি মডেল মসজিদ তৈরি হচ্ছে #একুশ নিউজ/এএইচ Comments SHARES ইসলাম বিষয়: osman khaza