ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ-অবরোধ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি ফি ও বিভিন্ন খাতে বর্ধিত ফি কমানোর দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করে ।

’একদফা একদাবি মানতে হবে মানতে হবে’, ‘তিনগুণ ভর্তি ফি কমাতে হবে কমাতে হবে’ প্রভূতি স্লোগানে প্রশাসন ভবন চত্বর কম্পিত করে তোলে আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায় গত শিক্ষা বর্ষের তুলনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের ফি তিনগুন বাড়ানো হয়েছে। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সেশন ফি, হল ফি, সেমিস্টার পরীক্ষার ফি, পরিবহন খাতে ফি বৃদ্ধিসহ নানা খাত তৈরি করে ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফি দিয়ে পড়াশুনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

প্রসঙ্গত আন্দোলনকারীরা বেলা পোনে ২টার সময় প্রশাসন ভবনের প্রধান ফটক ত্যাগ করে।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৮ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে এর ভিতরে তাদের দাবিগুলো মেনে না নেয়া হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।

এ ব্যাপারে প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি একটি মীমাংসিত বিষয়, যে প্রক্রিয়ায় আন্দোলন হওয়া উচিত ছিল এই ধরণের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

/আরএ

Comments