ইবি শিক্ষার্থীর বাড়িতে র‌্যাবের তল্লাশির ঘটনায় মানববন্ধন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীর বাড়িতে র‌্যাবের তল্লাশির ঘটনার প্রতিবাদে ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী বিপুল হোসেনের বাড়ীতে (ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকা আনন্দনগর) ৩০ আগস্ট রাতে র‍্যাবের তল্লাশীর প্রতিবাদে ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আইন বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, “ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছে, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।” যে ঘটনা ঘটেছে তার পিছনে প্রশাসনের ইন্ধন রয়েছে বলে দাবি করেন তিনি।

এসময় অর্থনীতি বিভাগের মিজানুর রহমান লালন বলেন, “বিপুল পূর্বে ছাত্রলীগের জন্য অনেক ভূমিকা রেখেছে। অথচ আজ এই বিশ্ববিদ্যালয়ের বানানো ছাত্রলীগকে প্রতিহত করায় তার বাড়িতে র‍্যাব পুলিশ দিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে।” তিনি বর্তমান প্রশাসনকে ইঙ্গিত করে আরো বলেন, “আপনি কার এজেন্ট বাস্তবায়ন করার জন্য এসব করেছেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা তা বুঝতে বাকি নেই। সুতরাং এই হামলার বিচার যদি না হয় তাহলে আপনার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।” বর্তমান সরকারের পুলিশ প্রশাসনকে এ বির্তকিত কাজে ব্যবহার না করার অনুরোধ করেন।

তন্ময় সাহা টনি বলেন, প্রশাসনের সব ধরণের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো। সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগ সহযোদ্ধাদের বাসায় আর যদি কখনো র‍্যাব যায় তবে এর ফলাফল আপনারা রাজপথে দেখতে পাবেন এবং এই ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিবো। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগের কারো বাসায় যদি প্রশাসন নোংরামি করে বা চক্রান্ত করে হামলা চালায় বা তল্লাশীর নামে মানসিকভাবে হেনস্থা করে সাথে সাথে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলবো। আমরা ছাত্রলীগ পরিবার এর তীব্র নিন্দা জানাই।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৌকির মাহফুজ মাসুদ বলেন, আমরা কোন সন্ত্রাসী সংগঠন করি না। আমরা জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ করি। ছাত্রলীগকর্মী বিপুলের বাড়িতে র‍্যাব তল্লাশি করে কী প্রমাণ করতে চাচ্ছে তা বোধগম্য নয়।

এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়াও যুবায়ের আল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, শিশির ইসলাম বাবু, আলমগীর হোসেন আলো, রিজভী আহমেদ পাপনসহ আরো অনেকে।

Comments