ইত্যাদি এবার মেঘালয় পাহাড়ের পাদদেশে

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগজিন অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকায় ধারণের ধারাবাহিকতায় এবার হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে।

আজ সোমবার ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ তাহিরপুর সীমান্ত ট্যাকেরঘাট পাথর কোয়ারি প্রকল্প এলাকায় দৃশ্যায়ন করা হয়েছে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্বের।

গত ৬ মাস ধরে ইত্যাদি টিমের সহকারীরা স্থান নির্বাচনের জন্য ট্যাকেরঘাটের সবগুলো স্পট ঘুরে দেখেন। সম্প্রতি হানিফ সংকেতও এসে ঘুরে যান তাহিরপুর।

তারপর ইত্যাদি দৃশ্যায়নের জন্য স্থান নির্বাচন করেন ট্যাকেরঘাট পাথর কোয়ারি প্রকল্প এলাকা।

ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে বিশেষ সাড়া পড়েছে তাহিরপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলাজুড়ে। তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর, ট্যাকেরঘাট পাথর কোয়ারি লেক, বারেক ঠিলা, যাদুকাটা নদী, শিমুল বাগানসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সারাদেশের ভ্রমণপিপাসুদের কাছে।

আর তাতেই হয়তো স্থানগুলো নজরে আসে বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেতের। খুব শিগগিরই এই পর্বটি প্রচারিত হবে বিটিভিতে।

এর আগে তাহিরপুরে দৃষ্টিনন্দন মঞ্চ তৈরি করা হয়। যথারীতি অনুষ্ঠানটির স্পন্সর করছে কেয়া কসমেটিকস লিমিটেড।

/আরএ

Comments