আজ শুরু হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ।

আজ (শুক্রবার) বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় ‘সি’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় জুড়ে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, পরীক্ষার হলে মোবাইল বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষায় ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, যদি কোন শিক্ষার্থী ভর্তি জালিয়াতের সাথে জড়িত থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যদি কেউ ভর্তি পরীক্ষার আগে সীট বা মডেল টেস্ট সংক্রান্ত কোন কিছু বিক্রয় করার চেষ্টা করে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভর্তি পরীক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ‘এ’ ইউনিটে ১৮টি, ‘বি’ ইউনিটে ১৫ টি এবং ‘সি’ ইউনিটে ৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ক্যাম্পাস জুড়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিচরণ দেখা যায়।

উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী।

‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০ টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে ২৬ হাজার ৯৩৯ জন,‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০ টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার ‘এ’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৭৭ জন ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন এবং ‘সি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

/আরএ

Comments