সাড়ে ৭ মন ওজনের শাপলা পাতা মাছ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধড়া পড়েছে বিশালাকৃতির সাড়ে ৭ মন ওজনের একটি শাপলাপাতা মাছ । স্থানীয়দের মধ্যে হাউস মাছ নামেই পরিচিত।
শনিবার উপজেলার সামরাজ মৎস্য ঘাট এলাকায় মেঘনা নদীতে মাছটি ধরা পড়েছে।
ব্যবসায়ীরা জানান, ভোলার চরফ্যাসন উপজেলা মেঘনা নদী থেকে গত শনিবার দিবাগত রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এ ধরনের মাছ এই প্রথম জেলেদের জালে ধরা পড়লো। রোববার সকালে ভোলা থেকে বিশাল আকৃতি শাপলা পাতা মাছটি বরিশাল নগরের পোর্ট রোডস্থ বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রে নিয়ে সেখানে মাছটি বিক্রি হয়।
এদিকে চরফ্যাসনে বিশাল আকৃতির শাপলা পাতা মাছটি ধরা পড়ার পর মৎস্য ঘাটে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীর করছে। বিশাল আকারের এই মাছটি ভ্যান গাড়ি করে রং-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে চরফ্যাসন থেকে বিভিন্ন হাট বাজারে ভ্যান রিকশায় প্রদর্শন করা হয়েছে।

Comments