বালিয়াকান্দিতে এবার উন্নয়ন মেলায় থাকছে ব্যতিক্রম আয়োজন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি, রাজবাড়ী: চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় এবার ব্যতিক্রম আয়োজন করেছেন রাজবাড়ীর
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন।

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই শ্লোগান নিয়ে (৪ অক্টোবর) বৃহস্পতিবার থেকে দেশব্যাপি শুরু হচ্ছে তিন দিনের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। গতানুগতিক ধারাবাহিকতা থেকে বের হয়ে এ বছর বালিয়াকান্দিতে থাকছে বিশেষ আয়োজন। এরই মধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে উন্নয়ন মেলাকে ঘিরে। শুরু হয়ে গেছে প্রচার-প্রচারণা।

মেলাকে সার্থক করতে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজা বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়িত্বশাষিত, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক- রাজনৈতিক, সাংবাদিক ও সুধী সমাজকে নিয়ে প্রস্তুতি সভা করেছেন তাছাড়া প্রতিদিন স্থানীয় পত্রিকা, ক্যাবল নেট ও মাইকিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে প্রচার- প্রচারনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজা জানান, এবারের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলাকে সার্থক করতে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে আলোকসজ্জা, প্রতিদিন আলোচনা সভা, মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলা
পরিষদের এডিপি ও উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন কাজ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যু, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার যে কাজগুলো করা হয়েছে তার উপর একটি প্রামাণ্যচিত্র প্রতিদিন প্রদর্শন করা।

তিনি আরো জানান, বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের মেলায় ৪৫টি স্টল অংশ গ্রহন করেছে। এছাড়াও মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী , শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতা ও রিয়েলিটিশোর আয়োজনও করা হয়েছে। মেলা উপলক্ষে উপজেলার পক্ষ থেকে স্পেশাল ভাবে উন্নয়ন কর্মকান্ড নিয়ে একটি থিম সং রয়েছে।যা মেলার ভিন্নতা আসবে। তাছাড়া সমাপনী দিনে আতোশবাজীর আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ জানান, বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের বালিয়াকান্দিতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে এবার আমাদের পরিষদ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি এবারের মেলায় আমাদের ভিন্নতা থাকবে।

/আরএ

Comments