বর্ণাঢ্য আয়োজনে পাকুন্দিয়া প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৮ নূরুল জান্নাত মান্না,পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি :সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাকুন্দিয়ার একমাত্র অনলাইন নিউজ পোর্টাল ‘পাকুন্দিয়া প্রতিদিন’ চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার পাকুন্দিয়া প্রতিদিন কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের মো: আল হাসানাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আলহাজ্ব এ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান চন্নু, চারকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন, ঢাকা রিপোর্টাস ইউনিটের কার্যনির্বাহী সদস্য, কবি ও সিনিয়র সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না, ঢাকা জর্জকোর্টের পাবলিক প্রসিকিউটর জাকির হোসেন লিংকন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তারেক হাসনাত তারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেলিম, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহব্বায়ক মোজাম্মেল হোসেন ও ইব্রাহিম সুজন প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকতাকে সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নির্ভয়ে প্রকাশের জন্য উপস্থিত সাংবাদিকদেরকে তিনি উৎসাহিত করেন এবং সাংবাদিকদের পথচলায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ অতিথিবৃন্দ পাকুন্দিয়া প্রতিদিনের ৩য় বর্ষপূর্তিতে সম্পাদনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। পাকুন্দিয়া প্রতিদিনের সাহিত্য সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্টাফ রিপোর্টার মোঃ সাখাওয়াতুল্লাহ। অনুষ্ঠানে পাকুন্দিয়া প্রতিদিনের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন পত্রিকার বার্তা সম্পাদক শাহরিয়ার হৃদয় ও স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির। Comments SHARES মিডিয়া বিষয়: বর্ণাঢ্য আয়োজনে পাকুন্দিয়া প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন