দুর্ঘটনা কবলে কুবি শিক্ষক বাস

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

খোরশেদ আলম, কুবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের সাথে দুর্ঘটনা কবলে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক বাস। এ দুর্ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও বাসটির হেলপারসহ অন্তত ৬ জন আহত হয়েছে।

আহতদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসার ডা. সাহিদা আক্তার শিমু জানান, আহতরা আশঙ্কামুক্ত। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী জানায়, রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় মহাসড়কের পদুয়ার বাজার উড়াল সড়ক থেকে নামার সময় কিসমত রোডের সংযোগ অংশে বিশ্ববিদ্যালয় শিক্ষক বাসটির(কুমিল্লা-ঝ ১১-০০০৮) সামনে হঠাৎ ফাইবার এট হোম নামক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানির পিক আপ (ঢাকা মেট্রো-ঠ ১১-৯১৯১) থেমে যায়। এ সময় পেছনে থাকা চলন্ত বাসটি তাৎক্ষনিক ব্রেক কষলেও সংঘর্ষ এড়াতে ব্যর্থ হয়। ফলে বাসে থাকা যাত্রীরা আহত এবং বাসটির সামনে থাকা বাম্পার বাঁকা হয়ে মূল বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

বাসটির ড্রাইভার মোহাম্মদ আব্দুল মালেক বলেন, সামনে থাকা পিকআপটা কিসমত রোডের কাছে এসে প্রথমে ডান দিকে সাইড নেয়। আমি যখন বাম দিক দিয়ে বের হতে যাব তখনই পিকআপটা বাঁ দিকে হঠাৎ নির্দেশক দেখিয়ে সাথে সাথেই বাঁ-পাশের রাস্তায় ঢুকতে গিয়ে থেমে যায়। আমিও দ্রুত ব্রেক কষে বাস থামানোর চেষ্টা করি। কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।

অভিযুক্ত পিকআপ চালক তার দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আমি এমনটা করতে বাধ্য হয়েছি। তা না হলে এরচেয়ে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারতো।

দুর্ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবহন কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পিকআপসহ চালক ও ফাইবার এট হোমের লোকদের ক্যাম্পাসে পরিবহন পুলের অফিসে নিয়ে আসা হয়েছে। জরিমানা আদায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments