ট্রান্সফরমার বিস্ফোরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮ আল আমীন, জাবি প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডির নির্মানাধীন একটি ভবন থেকে ছিটকে পড়া রড বৈদ্যুতিক ট্রান্সফরমারে পড়ে ঘটা বিস্ফোরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাহমুদ বিন আশরাফ (২২)। মাহমুদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭ তম আবর্তন ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা । এ ঘটনায় ইখতেদার ইভান (২৩) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরো এক শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, ধানমন্ডি ৫/এ রোডের মেডিনোভা হাসপাতালের পাশে বসে তাঁরা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের একটি নির্মাণাধীন বাড়ির ওপর থেকে একটি রড ছিটকে তাদের মধ্যে দুজনের ওপর পরে। পরে বন্ধুরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মাহমুদ বিন আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাত ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ইখতেদার ইভান (২২) রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া বলেন, নিহত আশরাফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ট্রান্সফরমার বিস্ফোরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু