জানাযা নামাজের উত্তম কাতার কোনটি ? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮ জানাযার নামাজে কোন কাতারে দাড়ানো উত্তম প্রথম কাতারে নাকি শেষ কাতারে? বিষয়টি নিয়ে কোন কোন এলাকাতে তর্কবিতর্ক হচ্ছে!কেউ বলছে শেষ কাতারে দাড়ানো উত্তম আবার কেউ বলছে প্রথম কাতারে দাড়ানো উত্তম৷ সঠিক মাসআলা হল ৷সকল ইমাম ও ফোকাহায়ে কেরাম এর মতে জুমআ,ঈদ ও তারাবীর নামাজ এবং দৈনিক পাঁচওয়াক্ত নামাজ সহ সকল নামাজেই প্রথম কাতারে দাড়িয়ে নামাজ আদায় করা উত্তম এবং অধিক নেকীর কাজ৷ এই ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে,রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে প্রথম কাতারে নামাজ পড়তে উৎসাহ দিয়েছেন৷ যেমন হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন; لو يعلم الناس ما في النداء و الصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا অর্থাৎ আজান দেয়া ও প্রথম কাতারে নামাজ আদায় করার মধ্যে কী সাওয়াব ও ফজীলত রয়েছে যদি মানুষ তা জানতো অতঃপর যদি লটারী করা ব্যাতীত আজান দেয়া ও প্রথম কাতারে নামাজ আদায় করার সুযোগ না পেত তাহলে তারা আজান দেয়া ও প্রথম কাতারে নামাজ পড়ার জন্য লটারী করতো৷ তবে জানাযার নামাজের উত্তম কাতার কোনটি বিষয়টি নিয়ে ফোকাহায়ে কেরাম এর মধ্যে কিছুটা মতানৈক্য রয়েছে ৷কোন কোন ফকীহ বলেছেন; অন্যান্য সকল নামাজের মত জানাযার নামাজেও প্রথম কাতার উত্তম৷ কিন্তু অধিকাংশ ফকীহ এর মত হল জানাযার নামাজে শেষ কাতারে দাড়ানো উত্তম৷ কারণ এতে বিনয় ও নম্রতা প্রকাশ পায় এবং নিজেকে ছোট মনে করা হয় যে ;আমিতো গোনাহগার তাই পিছনের কাতারে দাড়িয়েই মাইয়্যেতের জন্য দোয়া করি,মুসল্লীর এই মনোভাবের কারণে মাইয়্যেতের জন্য তার দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আর জানাযার নামাজ মূলত মাইয়্যেতের জন্য দোয়া৷ তাই শেষ কাতারে দাড়িযে জানাযার নামাজ আদায় করা উত্তম ৷ যেমন ফোকাহায়ে কেরাম বলেছেন ; أفضل صفوف الرجال في الجنازة آخرها و في غيرها أولها إظهارا للتواضع لتكون شفاعته أدعي للقبول ، অর্থাৎ বিনয় প্রকাশ করণার্থে জানাযার নামাজে পুরুষের উত্তম কাতার হল শেষ কাতার,যাতে করে তার শাফাআত (দোয়া)দ্রুত কবুল হয়৷তবে জানাযার নামাজ ব্যাতীত অন্যান্য সকল নামাজে প্রথম কাতারে দাড়ানো উত্তম ৷ তথ্যসূত্র: ১৷সহীহ বুখারী হাদিস নং ১৪৬৯, ২৷রদ্দুল মুহতার ৩/১১২, ৩৷ফাতাওয়া তাতারখানিয়্যাহ ২/২১৪, ৪৷হালাবীয়ে কাবীর ৫৮৮৷ মুফতী বিলাল হুসাইন কুমিল্লা ইফতা: আল মাহাদুল আলী আল ইসলামী,হায়দারাবাদ,ইন্ডিয়া৷ Comments SHARES ইসলাম বিষয়: জানাযার নামাজের উত্তম কাতার কোনটি ?