‘ছুরি লুকানো সহজ, রামদা-টামদা হতো তাইলে ধরতে পারতো’

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করছে সরকার এমন প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করছে সরকার? গভমেন্ট ইজ নট ইনভলবড এ্যাট অল। যদি বিএনপি এটা বলে থাকে তাহলে এটা জামায়াতের মানুষ হবে। আই এ্যাম শিওর গট ইট। খোঁজ নিয়ে দেখুন এটা জামায়াতের হবে। জামায়াত দেশের শত্রু। এদেশে তাদের থাকার কোন অধিকার নেই।

বিসিএস ইকোনোমিক এসোসিয়েশনের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সিলেটে ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় বলা হচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী এসব করছে তাহলে কি সিলেটকেই বেছে নিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াতকে অনেকদিন ধরে নিষিদ্ধের কথা বলা হচ্ছে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, হ্যাঁ, এটা করা হচ্ছে তবে এটা আমার মনে হয় করা মুশকিল আছে।

ধর্মান্ধ গোষ্ঠী হামলার জন্য সিলেট এলাকা বেছে নিয়েছে কিনা এমন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানেই আছে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দে আর এ থ্রেট টু দ্যা ন্যাশনস সিকিউরিটি। তাদের জন্য যে ব্যবস্থা আমাদের সরকার নিয়েছে এটা সঠিক ব্যবস্থা।

তিনি বলেন, তাদের যেখানে পাওয়া যাচ্ছে জাস্ট ইলিমিনেট দেম। ইতোমধ্যে এদেশে যারা চরমপন্থী তাদের বিরুদ্ধে যে স্টেপস এদেশে গ্রহণ করা হয়েছে দুনিয়ার কোন দেশেই এরকম হয়নি।

মন্ত্রী বলেন, তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং শাস্তি দেয়া হচ্ছে।

পুলিশের উপস্থিতিতে এরকম একটি ঘটনা ঘটে গেল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় আপনি এ বিষয়ে কিছু বলবেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওয়েল, সেটা পুলিশ পারে নাই। কি করা যাবে। তার চেহারা দেখে তো আর বোঝা যায় না। সে তো ছুরি মেরেছে। ছুরি এমন একটা জিনিস সেটা লুকানো অনেক সহজ। রামদা-টামদা হতো তাইলে ধরতে পারতো।

মন্ত্রী বলেন, ইটস ভেরি স্যাড, আমি যখন শুনলাম তার উপর আক্রমন হলো তখন আমরা ইমিডিয়েটলি রিয়্যাকশন হলো, এবার বোধ হয় তাকে আমরা হারাতে যাচ্ছি। নট দ্যাট বাট। এরপরে ইট উইল বি ভেরি ডিফিক্যাল্ট। তার ছেলে মেয়ে আছে। ফলে এটা অনেক অসুবিধা হয়ে যেত।

Comments