চুনতি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

আরিফুল ইসলাম রিফাতঃ চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের শত কীর্তিমানের জন্মস্থান লোহাগাড়া উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ চুনতি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী (৬০ বছর পূর্তি) এবং সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে পূনর্মিলনী আসছে আগষ্টের ১৬ তারিখ বিদ্যালয় প্রাঙ্গনে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্টানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ জুন) রাতে চট্টগ্রাম নগরীর চন্দনপুরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির উদ্যোগে ব্যাচ প্রতিনিধি ও প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ব্যাচ প্রতিনিধিগণ আগামী আগষ্টে চুনতি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও সাবেক শিক্ষার্থীদের পূনর্মিলনীকে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেন।

এবং প্রত্যেক ব্যাচ প্রতিনিধিকে আন্তরিকতার সহিত কাজ করে উক্ত অনুষ্ঠানকে সফল করতে আহবান জানানো হয়।এছাড়াও ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে এক স্বরনিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র -ছাত্রী সমিতির সভাপতি আলহাজ্ব ইসমাইল মানিকের(১৯৬৪ ব্যাচ) সভাপতিত্বে , সমিতির সাধারন সম্পাদক সাইফুল হুদা সিদ্দিকীর(১৯৮২ ব্যাচ) সঞ্চালনায় প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মুহাম্মদ শাহাবউদ্দীন শিহাব(২০১২ ব্যাচ)।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ,হাবিব খান সহ ১৯৬৪ থেকে ২০১৬ সালের ব্যাচ প্রতিনিধিবৃন্দ।

এমএম/

Comments