চবিতে ভর্তিচ্ছুদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮ নাজমুল হাসান, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তিচ্ছু সকল পরীক্ষার্থীর পাশে থাকবে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি, চবি সদস্যরা। ইতিমধ্যে ভর্তিচ্চূদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনটি ক্যাম্পাসে পোস্টার ও ব্যানার সাটিয়ে দিয়েছে। বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির সভাপতি সৈয়দ আমীন হোসেন বলেন, আগত সকল ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের সাধ্যমত প্রতি বছরের ন্যায় এবারও ভর্তিচ্ছুদের সহযোগিতা করে পাশে থাকব। বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নাজমুল হাসান বলেন, এই প্রথমবারের মতো এককভাবে ক্যাম্পাসে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে । তাই এ বছর পরীক্ষার্থীদের চাপ বেশি থাকবে। আমরা সবাই তাদের সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত। সংগঠনটির সদস্যদের সাথে যোগাযোগ: সৈয়দ আমীন হোসেন 01783-46638, মিরাজুল ইসলাম 01521-223262 বদরুল আমিন সবুজ 01709-628913, মো: নাজমুল হাসান 01778-124293, অমিত মাহমুদ রাফি 01715-608459 /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: চবিতে ভর্তিচ্ছুদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি