চবিকে নতুন বাস উপহার দিলো সাউথইস্ট ব্যাংক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর জন্য একটি নতুন বাস উপহার দিয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ।

সোমবার (১২ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটদের সংগঠন ‘ইফেসকু’ এলামনাই এসোসিয়েশনের সহায়তায় প্রাপ্ত এ বাসটি ।

উপাচার্য এক সংক্ষিপ্ত ভাষণে সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ সহ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতার নিরিখে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে আন্তরিকতাপূর্ণ মনোবৃত্তি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি ৫২ সিটের বাস উপহার প্রদান করে বিশেষ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে।

এ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম তথা মাঠ পর্যায়ে ব্যবহারিক ক্লাস ও গবেষণা কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ফিল্ডট্যুরে যাওয়া-আসায় বাসটির ব্যবহার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

উপাচার্য আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের এই আন্তরিকতাপূর্ণ দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান।

বাসটির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সচেতন ও যত্নবান হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, উক্ত ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: দানেশ মিয়া, উক্ত ব্যাংকের ডিএমডি আনোয়ার উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উক্ত ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

/আরএ

Comments