খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

ফেনি প্রতিনিধি : আজ জামেয়া ইসলামীয়া আজিজিয়া কাসেমুল উলুম, ছাগলনাইয়া ফেনীর, দাওরা হাদীস ১৭/১৮ ইং শিক্ষা বর্ষের সমাপ্তি হয়
খতমে বোখারী ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার প্রধান, হযরত মাও. রুহুল আমীন,এতে প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন, প্রখ্যাত হাদীস বিষারদ ওলামা বাজার মাদ্রাসার মহা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদিব,

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, মাওলানা শাহাদাত উল্লাহ সাহেব,মাওলানা আবুল খায়ের,মাওলানা হাফেজ আহমাদ,মাওলানা আজিজ উল্লাহ,শায়খুল হাদীস মাওলানা কামাল উদ্দীন ,শায়খুল হাদীস মাওলানা হাফেজ জুনায়েদ,মাওলানা মুফতী জাবের কাসেমী, করইয়া মাদ্রাসার মুহতামিম নও মুসলীম শরীফুল ইসলাম,খোলাফায় রাশেদীন মহীলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামেম মাওলানা আহসান উল্লাহ, তাবলীগ জামাতের আমীর আবু তাহের মজুমদার, জামেয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়ার যুগ্ম আহবায়ক মাওলানা এনামুল হক বাবুল, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল কাদের মিয়াজী, যুগ্ম আহবায়ক মাওলানা আজিজুল হক, যুগ্ম সদস্য সচিব মাওলানা শাহাব উদ্দীন,মাওলানা জাফর আহমাদ,মাওলানা নুরুল আলম পাটোয়ারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান মেহমান নবীন আলেমদের উদ্দেশ্যে বলেন, আপনার ১৪ বছর কুরআন হাদীস পড়ে দাওরায়ে হাদীস শেষ করেছেন,এখন আপনাদের দায়িত্ব এখলাসের সহিত দ্বীনি খেদমত করা এবং ইসলামের সঠিক বিষয় গুলিকে জাতীর সামনে তুলে ধরা,
যাতে পথহারা মানুষ দ্বীনের সঠিক পথের সন্ধান পায়।

Comments