পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীর আসন গ্রহণ,পঁচিশ মিনিট পূর্বে মোবাইল এস এম এসে সেট কোড প্রদান

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা(এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ।

২ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ২৩ মে শেষ হবে।

চলতি বছর ৮ হাজার ৯৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের
ছেলে ৬,৯২,৬৭৩০ জন এবং মেয়ে ৬,১৮,৭২৭ জন সহ মোট ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিবে।

 

২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১,২৭,৭৭১ জন।

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারাদেশের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ (পঁচিশ) মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতিত অন্য কেহ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

Comments