ইউজিসি কর্তৃক স্বর্ণ পদক পাওয়ায় চবি উপাচার্যকে সংবর্ধনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮ নাজমুল হাসান, চবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক স্বর্ণ পদক পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় চবি ক্যাম্পাসস্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস্) প্রাইমারী এন্ড হাইস্কুল কর্তৃপক্ষ স্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। চবি রসায়ন বিভাগের সভাপতি ও উস্ স্কুল পরিচালনা পর্ষদ-এর সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে দাতা সদস্য মো: মোজাহেরুল হককেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী রচিত তাঁর ‘দলিত ও জাতি-বর্ণ বৈষম্যঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গবেষণামূলক গ্রন্থের জন্য সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক স্বর্ণ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপাচার্যের এ স্বর্ণপদক অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা এতদঅঞ্চলের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তাঁর রচিত গ্রন্থে সর্বপ্রথম ‘দলিত’ শব্দটি ব্যবহারের মাধ্যমে দেশে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবন চরিত্র তুলে ধরে মূলস্রোতের সাথে পরিচয় ঘটিয়েছেন। তাঁর গ্রন্থে যে সকল দিকনির্দেশনা, পরামর্শ এবং সুপারিশ প্রদান করা হয়েছে তা বাস্তবায়ন হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠি তাদের জীবনাচরণ পরিবর্তনের সাথে সাথে মূলস্রোতের সাথে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হবে। বক্তারা বলেন, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী একজন প্রতিথযশা সমাজ বিজ্ঞানী, বুদ্ধিজীবী, লেখক-কলামিস্ট। সর্বোপরি তিনি একজন আদর্শ প্রশাসক হিসেবে তাঁর নিজস্ব চিন্তা-চেতনার মাধ্যমে এ অঞ্চলের উচ্চশিক্ষা-গবেষণার সর্বোচ্চ বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রেখেছেন। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা এনে দিয়েছে। এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। নেতৃবৃন্দ এ বরেণ্য শিক্ষাবিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। উপাচার্য তাঁর ভাষণে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস্) প্রাইমারী এন্ড হাইস্কুল কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ইউজিসি স্বর্ণপদক অর্জন তাঁর নিজের একার নয়, এ সম্মান ও গৌরব বিশ্ববিদ্যালয় পারিবারের সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণাসহ ভৌত অবকাঠামো উন্নয়নে যেভাবে এগিয়ে চলেছে আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উস্ দাতা সদস্যদের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে উপচার্য বলেন, এই স্কুলের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে দাতা সদস্যরা যে অবদান রেখে যাচ্ছেন তা প্রশংসার দাবিদার। উপাচার্য স্কুলের উন্নয়ন অগ্রগতিতে তাঁদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। সংবর্ধণা অনুষ্ঠানে উপাচার্যকে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এবং দাতা সদস্যকে উপাচার্য সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন। স্কুলের সহকারী শিক্ষক জনাব আবু তাহের এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: শামীম, স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: জাহাঙ্গীর আলম, চবি প্রধান প্রকৌশলী জনাব মো: আবু সাঈদ হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মো: ফরিদুল আলম চৌধুরী, স্কুলের শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ইউজিসি কর্তৃক স্বর্ণ পদক পাওয়ায় চবি উপাচার্যকে সংবর্ধনা